একসঙ্গে কয়েক হাজার কর্মী নিয়োগ করছে আমাজন, সুযোগ আছে কলকাতাতেও

দেশের ৩৫টি শহর থেকে মোট ৮০০০ জনকে নিয়োগ করা হবে আমাজনে। বিভিন্ন বিভাগে কাজ করবে তারা।

| Edited By: | Updated on: Sep 02, 2021 | 4:59 PM
দেশ জুড়ে নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে আমাজন। একসঙ্গে ৮ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। প্রযুক্তি, কাস্টমার সার্ভিস সহ বিভিন্ন বিভাগে নিযুক্ত করা হবে ওই সব কর্মীকে। ৩৫ টি শহরে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।

দেশ জুড়ে নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে আমাজন। একসঙ্গে ৮ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। প্রযুক্তি, কাস্টমার সার্ভিস সহ বিভিন্ন বিভাগে নিযুক্ত করা হবে ওই সব কর্মীকে। ৩৫ টি শহরে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।

1 / 4
এই ৩৫ টি শহরের মধ্যে রয়েছে কলকাতাও। এ ছাড়া বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, গুরগাঁও, মুম্বই, নয়ডা, অমৃতসর, আমেদাবাদ, ভোপাল, কোয়েম্বাটুর, জয়পুর, কানপুর, লুধিয়ানা ও পুনে রয়েছে। আমাজনের তরফে সংস্থার এইচ আর লিডার দীপ্তি ভার্মা এই তথ্য জানিয়েছেন।

এই ৩৫ টি শহরের মধ্যে রয়েছে কলকাতাও। এ ছাড়া বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, গুরগাঁও, মুম্বই, নয়ডা, অমৃতসর, আমেদাবাদ, ভোপাল, কোয়েম্বাটুর, জয়পুর, কানপুর, লুধিয়ানা ও পুনে রয়েছে। আমাজনের তরফে সংস্থার এইচ আর লিডার দীপ্তি ভার্মা এই তথ্য জানিয়েছেন।

2 / 4
আমাজনের তরফে জানানো হয়েছে যে সংস্থার লক্ষ্য হল, ২০২৫-এর মধ্যে ২০ লক্ষ কর্মসংস্থান করা। যার মধ্যে ১০ লক্ষ কর্মী প্রত্যক্ষভাবে ও বাকিরা পরোক্ষভাবে কাজ করছে।

আমাজনের তরফে জানানো হয়েছে যে সংস্থার লক্ষ্য হল, ২০২৫-এর মধ্যে ২০ লক্ষ কর্মসংস্থান করা। যার মধ্যে ১০ লক্ষ কর্মী প্রত্যক্ষভাবে ও বাকিরা পরোক্ষভাবে কাজ করছে।

3 / 4
  একইসঙ্গে এও জানানো হয়েছে যে, আমাজনের ১৪০ জন কর্মী অনেককে বিনামূল্যে কোচিং দেবেন। ইন্টারভিউ কী ভাবে দেবেন, কী ভাবে কাজ করবেন কর্মীরা, সেটাই শেখানো হবে।  বর্তমানে আমাজনের ১ লক্ষ কর্মী কাজ করে দেশ জুড়ে। ভারত হল আমাজনের দ্বিতীয় বৃহত্তম টেকনোলজি হাব। সংস্থার তরফে এমনটাও জানানো হয়েছে যে, আগামিদিনে আরও অনেক দক্ষ কর্মী নিয়োগ করার লক্ষ্য রয়েছে আমাজনের।

একইসঙ্গে এও জানানো হয়েছে যে, আমাজনের ১৪০ জন কর্মী অনেককে বিনামূল্যে কোচিং দেবেন। ইন্টারভিউ কী ভাবে দেবেন, কী ভাবে কাজ করবেন কর্মীরা, সেটাই শেখানো হবে। বর্তমানে আমাজনের ১ লক্ষ কর্মী কাজ করে দেশ জুড়ে। ভারত হল আমাজনের দ্বিতীয় বৃহত্তম টেকনোলজি হাব। সংস্থার তরফে এমনটাও জানানো হয়েছে যে, আগামিদিনে আরও অনেক দক্ষ কর্মী নিয়োগ করার লক্ষ্য রয়েছে আমাজনের।

4 / 4
Follow Us: