Blue Dart: ‘ভারত-ইন্ডিয়া’ বিতর্কের মাঝেই নাম বদলে ফেলল ব্লু ডার্ট, এবার থেকে পরিচয় হবে…

Blue Dart Name Change: বুধবার ব্লু ডার্ট সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ব্লু ডার্ট এবার থেকে ভারত ডার্টে পরিবর্তিত হচ্ছে। ভারতের চাহিদাকে পূরণ করতে এটি সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘ সময় ধরে গবেষণার পর এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Blue Dart: 'ভারত-ইন্ডিয়া' বিতর্কের মাঝেই নাম বদলে ফেলল ব্লু ডার্ট, এবার থেকে পরিচয় হবে...
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 8:00 AM

নয়া দিল্লি: দেশের নাম কী পরিবর্তন হবে? জল্পনা শুরু হয়েছে, দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করা হতে পারে। আগামী ১৭ সেপ্টেম্বরই বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। সেই অধিবেশনেই হয়তো দেশের নাম বদলের প্রস্তাবনা আনা হতে পারে। এই নাম বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ করল নামজাদা লজিস্টিক সংস্থা ব্লু ডার্ট। ভারতের এই সংস্থার প্রিমিয়াম পরিষেবার নাম ডার্ট প্লাস থেকে বদলে ভারত ডার্ট করে দেওয়া হল।

বুধবার ব্লু ডার্ট সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ব্লু ডার্ট এবার থেকে ভারত ডার্টে পরিবর্তিত হচ্ছে। ভারতের চাহিদাকে পূরণ করতে এটি সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘ সময় ধরে গবেষণার পর এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড সকল স্টেকহোল্ডারকে এই যাত্রায় সামিল হতে আহ্বান জানাচ্ছে। গোটা বিশ্বের সঙ্গে ভারতকে যুক্ত করতে এবং বিশ্বকে ভারতের কাছে আনতে কাজ করছি আমরা।

সম্প্রতিই জি-২০ সম্মেলনের নৈশভোজে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার বদলে লেখা ছিল প্রেসিডেন্ট অব ভারত। এরপরই দেশের নামবদল নিয়ে জল্পনা-বিতর্ক শুরু হয়।  এরপরে নাম বদলের জল্পনায় ঘি ঢালে প্রধানমন্ত্রীর নেমপ্লেট। জি-২০ সম্মেলনেও প্রধানমন্ত্রীর নেমপ্লেটে ইন্ডিয়ার বদলে ভারত লেখা ছিল। এবার সংসদের কর্মীদের পোশাকেও ভারত লেখা হয়েছে।