সত্যি সুরক্ষিত Fixed Deposits? এই তিন বিপদ কিন্তু ‘মারতে’ পারে আপনার টাকা
Fixed Deposits Safe: তবে এই সুরক্ষিত ফিক্সড ডিপোজিটেও লুকিয়ে রয়েছে বিপদ। তিন বিপদ, যা বাঁচাতে পারবে না আপনার কষ্টের অর্থকে। জানেন কী সেগুলি?

নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিট করে নিশ্চিন্তে রয়েছেন? ভাবছেন যাই হয়ে যাক, টাকা মার যাবে না। তা সত্যিই। শেয়ার বাজার কিংবা অন্য সকল বিনিয়োগে যে ঝুঁকির জায়গাটা রয়েছে, তা এই ফিক্সড ডিপোজিটে নেই। সুদও মন্দ নয়। সাড়ে ৭ থেকে ৮.২৫ শতাংশ সুদ খুব সহজেই মিলে যায়।
তবে এই সুরক্ষিত ফিক্সড ডিপোজিটেও লুকিয়ে রয়েছে বিপদ। তিন বিপদ, যা বাঁচাতে পারবে না আপনার কষ্টের অর্থকে। জানেন কী সেগুলি?
ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে
এমন ঘটনা সাধারণ ভাবে খুবই বিরল। তবে হওয়ার সম্ভবনাও কম নয়। অনেক সময় ছোট ছোট ব্যাঙ্কে বেশি সুদের জন্য অনেকেই ফিক্সড ডিপোজিট করে থাকেন। এই ছোট ব্যাঙ্কগুলি গ্রাহকদের ১১ শতাংশ সুদ দেবে বলে টেনে আনে। তারপর দিন কতক পর ব্যবসা সামলাতে না পেরে দেউলিয়া হলেই গেল টাকা। তবে যদি আপনার ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে টাকা মেলার সম্ভবনা রয়েছে।
মূল্যবৃদ্ধির ঝুঁকি
মূল্যবৃদ্ধি যতই বাড়বে, ততই কমবে সাধারণের ক্রয় ক্ষমতা। তখনই পড়বে সুদের হার। তবে এই ঘটনাও অনেকটাই বিরল। কিন্তু মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া হলেই এমন কাণ্ড ঘটতে পারে।
লিক্যুইডিটির ঝুঁকি
ফিক্সড ডিপোজিট এমন একটা বিনিয়োগ মাধ্যম যেখানে নিজের টাকায় হাত পর্যন্ত দেওয়া সম্ভব নয়। এমনকি, কেউ যদি নির্দিষ্ট সময়ের আগে সেই টাকা তুলে নিতে চায়, সেক্ষেত্রেও রয়েছে বিপদ। তখন দিতে হবে ক্ষতিপূরণ।

