মুম্বই: আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী সোনার দাম(Gold Price)। তার প্রভাব পড়েছে দেশীয় বাজারেই। প্রতিনিয়তই কমছে সোনার দাম, পাল্লা দিতে সস্তা হচ্ছে রুপো(Silver)-ও। আর এখানেই বিনিয়োগের সুবর্ণ সুযোগ দেখছেন বিনিয়োগকারীরা।
সোনার প্রতি ভালবাসা কেবল মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিকূল পরিস্থিতিতে আর্থিক অনটন থেকে উদ্ধারে কাজে এসেছে পুটলীতে তুলে রাখা সোনা-রূপোই। সহজেই টাকা কামাতেও বর্তমানে জনপ্রিয় একটি উপায় হয়ে উঠেছে বিনিয়োগ। শেয়ার বাজারের মতোই বিনিয়োগ করা যায় সোনাতেও।
শুক্রবারে সোনার দাম কমেছে ২৯১ টাকা। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম ৪৪ হাজার ৫৯ টাকা। তবে সোনার থেকেও প্রায় তিনগুণেরও বেশি দাম কমেছে রুপোর। পূর্বে কেজি প্রতি রুপোর দর ছিল ৬৭ হাজার ৫৪ টাকা। আজ সেই দরই ১০৯৬ টাকা কমে দিনের শেষে বাজারে রুপোর দাম দাঁড়িয়েছে কেজি প্রতি ৬৫ হাজার ৯৫৮টাকা।
আরও পড়ুন: মার্চে পরপর চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও
সোনা-রুপোর দাম কমতেই বাজার বিশেষজ্ঞরা সোনায় বিনিয়োগ করার চারটি নতুন পন্থা বাতলেছেন। প্রথমটি হল সরাসরি সোনায় বিনিয়োগ। এছাড়াও ডিজিটাল সোনা (Digital Gold), সোনার ইটিএফ (Gold ETF), সেভিং ফান্ড (Saving Fund) ও সোনার বন্ড(Gold Bond)-এও বিনিয়োগ করলে বিনিময়ে মিলতে পারে বিপুল অঙ্কের অর্থ।
বিনিয়োগের ক্ষেত্রে সকলেই প্রথম উপায়, অর্থাৎ সরাসরি সোনার গয়নায় বিনিয়োগ করতেই পছন্দ করেন। গয়নাগাটি ছাড়াও সোনার কয়েন বা বারেও বিনিয়োগ করা যেতে পারে। তবে ব্যাঙ্কের সেভিং ফান্ড বা গোল্ড বন্ডে বিনিয়োগও সুরক্ষিত।
আরও পড়ুন: ৩১ মার্চের মধ্যে ব্যাঙ্কের এই কাজ না সারলে হতে পারে সমস্যা