৩১ মার্চের মধ্যে ব্যাঙ্কের এই কাজ না সারলে হতে পারে সমস্যা

ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও সমস্যায় না পড়তে ৩১ মার্চের মধ্যে সেরে নিন এই গুরুত্বপূর্ণ কাজ...

৩১ মার্চের মধ্যে ব্যাঙ্কের এই কাজ না সারলে হতে পারে সমস্যা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 11, 2021 | 9:21 PM

কলকাতা: আর ২০ দিন পরে শেষ হচ্ছে অর্থবর্ষ। নয়া অর্থবর্ষ শুরু হচ্ছে পয়লা এপ্রিল থেকে। আর সেই সঙ্গেই কার্যকরী হচ্ছে একাধিক নিয়ম। যেসব ব্যাঙ্কে অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে, সেগুলির ক্ষেত্রে বিভিন্ন নিয়মে আসছে পরিবর্তন। যার মধ্যে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সেখানেও একাধিক নিয়মে বদল আসছে। তাই ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও সমস্যায় না পড়তে ৩১ মার্চের মধ্যে সেরে নিন এই গুরুত্বপূর্ণ কাজ…

ব্যাঙ্কিং ইউজার আইডি পরিবর্তন: নেট ব্যাঙ্কিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল ইউজার আইডি। পিএনবির সঙ্গে ইউনাইটেড ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স জুড়ে গেলেও এখনও পুরনো ইউজার আইডির মাধ্যমেই লেনদেন হচ্ছে। তাই ৩১ মার্চের মধ্যেই ইউবিআই ও ওবিসি ব্যাঙ্কের গ্রাহকদের ডিজিটাল ইউজার আইডি পরিবর্তন করতে হবে। না হলে পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে।

চেকবুক বাতিল: নতুন অর্থবর্ষ থেকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চেকবুকও বাতিল হয়ে যাবে। সকলকে নতুন চেকবুক নিতে হবে। যাঁরা নতুন চেকবুক নিয়েছেন, তাঁরা যে কোনও সমস্যায় পিএনবির টোল ফ্রি নম্বর কিংবা care@pnb.co.in-এ মেল করলে সাহায্য পাবেন।

আরও পড়ুন: শিবরাত্রির জন্য বন্ধ লেনদেন, হাঁকডাক নেই দালাল স্ট্রিটে