ATM Transaction Charge: এটিএম লেনদেনে আরও বেশি টাকা কাটবে ব্যাঙ্ক, জেনে নিন নতুন নিয়ম

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 01, 2022 | 5:34 PM

ATM Service Charge : এখন থেকে বিনামূল্য ট্রানজ়াকশনের সীমা শেষ হওয়ার পর ২১ টাকা করে দিতে হবে।

ATM Transaction Charge: এটিএম লেনদেনে আরও বেশি টাকা কাটবে ব্যাঙ্ক, জেনে নিন নতুন নিয়ম
এবার আরও বেশি টাকা কাটবে এটিএমে (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি : শনিবার থেকে দেশের সব ব্যাঙ্কের এটিএমগুলিতে লেনদেন পিছু সার্ভিস চার্জ বাড়ানো হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা আগেই জারি করা হয়েছিল। সেই মতো নতুন বছরের প্রথম দিন থেকেই চালু হয়ে গেল নতুন নিয়ম। এখন থেকে এটিএম পরিষেবার জন্য সার্ভিস চার্জ ১ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য ২০২১ সালের ১০ জুন রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুসারে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে, ব্যাঙ্কগুলিকে প্রযোজ্য করের সঙ্গে ২০ টাকার পরিবর্তে ২১ টাকা সার্ভিস চার্জ করার অনুমতি দেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলির অন্যান্য কোনও পরিষেবা যদি চালু থাকে, তবে সেক্ষেত্রেও পৃথক চার্জ নেওয়া হবে।

তবে গ্রাহকরা তাঁদের নিজস্ব ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে টাকা তোলা বা অন্যান্য কোনও ট্রানজ়াকশন – সবই গণ্য হবে। তারা অন্যান্য ব্যাঙ্কগুলির এটিএম থেকেও বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন। মেট্রো শহরগুলির এটিএমগুলি থেকে প্রতি মাসে তিনটি এবং অন্যান্য জায়গার এটিএম থেকে মাসে পাঁচটি করে ট্রানজ়াকশন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, এর আগে এটিএমে লেনদেনের জন্য ইন্টারচেঞ্জ ফি পরিকাঠামোতে সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল ২০১২ সালের অগস্ট মাসে। গ্রাহকদের থেকে যে চার্জগুলি ব্যাঙ্ক থেকে নেওয়া হয়, সেগুলি শেষবার ২০১৪ সালের অগস্ট মাসে সংশোধন করা হয়েছিল।

এতদিন পর্যন্ত নিজের ব্যাঙ্কের এটিএমের ক্ষেত্রে মাসে পাঁচটি বিনামূল্যে ট্রানজ়াকশন করা যেত। অন্যান্য ব্যাঙ্কগুলির ক্ষেত্রে মেট্রো শহরে তিনটি এবং অন্যান্য জায়গায় পাঁচটি করে লেনদেন করা যেত মাসে। এখনও বিনামূূল্যে পরিষেবার সংখ্যা একই থাকছে। তবে এতদিন এর বেশি ট্রানজাকশনের জন্য প্রতি লেনদেনের জন্য ২০ টাকা করে সার্ভিস চার্জ কাটা হত। নতুন নিয়মে, ১ জানুয়ারি থেকে আরও বেশি টাকা গুণতে হবে এটিএম ব্যবহারকারীদের। এখন থেকে বিনামূল্য ট্রানজ়াকশনের সীমা শেষ হওয়ার পর ২১ টাকা করে দিতে হবে।

আরও পড়ুন : GST on Food Delivery Apps: বছরের প্রথম দিন থেকেই জিএসটি বসল খাবার ডেলিভারি অ্যাপে, গ্রাহকদেরও কি খরচ বাড়বে?

আরও পড়ুন : ITR Filing Deadline: ৩১ ডিসেম্বরই শেষ, আর বাড়ানো হবে না আয়কর রিটার্নের সময়সীমা

 

Next Article