দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক হল অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)। ২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক। ৭ দিন থেকে ১০ দিনের স্থায়ী আমানতে বর্তমানে সাধারণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। আর একই মেয়াদের জন্য প্রবীণ নাগরিকরা পাবেন ৬ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ। এই ব্যাঙ্ক বর্তমানে ২ বছর থেকে ৩০ মাস পর্যন্ত মেয়াদের সুদে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৭.২৬ শতাংশ পর্যন্ত দিচ্ছে সুদ। আর প্রবীণ নাগরিকদের জন্য এর পরিমাণ ৮.০১ শতাংশ। ৪ এপ্রিল থেকেই এই নয়া সুদের হার কার্যকর হয়েছে বলে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে।
বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার:
৭ দিন থেকে ৪৫ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৩.৫০ শতাংশ সুদ
৪৬ দিন থেকে ৬০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৪ শতাংশ সুদ
৬১ দিন থেকে ৩ মাস- সাধারণ গ্রাহকদের জন্য ৪.৫০ শতাংশ সুদ
৩ মাস থেকে ৬ মাস- সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিকদের জন্য ৪.৭৫ শতাংশ সুদ
৬ মাস থেকে ৯ মাস- সাধারণ গ্রাহকদের জন্য ৫.৭৫ শতাংশ সুদ
৯ মাস থেকে ১২ মাস- সাধারণ গ্রাহককদের জন্য ৬ শতাংশ হারে সুদ
১ বছর থেকে ১ বছর ২৪ দিন- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ
১ বছর ২৫ দিন থেকে ১৩ মাস- সাধারণ নাগরিকদের জন্য ৭.১০ শতাংশ
২ বছর থেকে ৩০ মাস- সাধারণ নাগরিকদের জন্য ৭.২৬ শতাংশ
১৩ মাস থেকে ২ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৭.১৫ শতাংশ
৩০ মাস থেকে ১০ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৭ শতাংশ