Investment Scheme: অবসরের আগেই ধনী হতে চান? এই ফর্মূলা মেনে চললেই হবে কেল্লাফতে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 07, 2023 | 12:08 PM

Investment Scheme: প্রভিডেন্ট ফান্ড বা পিএফের পাশাপাশি আপনি যদি অবসরের কথা ভেবে আলাদাভাবে টাকা জমাতে চান, তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে পারেন। পিপিএফে বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

Investment Scheme: অবসরের আগেই ধনী হতে চান? এই ফর্মূলা মেনে চললেই হবে কেল্লাফতে
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: কর্মজীবন থেকে অবসরের পর শান্তিতে থাকতে চান সকলে। এই মানসিক শান্তির জন্য প্রয়োজন আর্থিক সুরক্ষা। অবসর গ্রহণের আগে যদি ধনী হতে চান, তবে কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত। বর্তমান মূল্যবৃদ্ধির যুগে বেতনভুক কর্মীদের আর্থিক সঞ্চয় করা যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। মাসের শুরুতে অ্যাকাউন্টে বেতন ঢুকতে না ঢুকতেই সাংসারিক নানা খরচে পকেট অর্ধেকের বেশি ফাঁকা হয়ে যায়। এই পরিস্থিতিতে শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্য়াকাউন্টে যে টাকা সঞ্চয় হয়, তাই-ই একমাত্র জমা পুঁজি হয়ে দাঁড়ায়।

যদি অবসরের আগেই আর্থিক সঞ্চয়ের পরিকল্পনা না করে রাখেন, তবে অবসর গ্রহণের পর আর্থিক নানা সমস্যায় পড়তে হতে পারে। যদি আপনি অবসরের আগেই টাকা জমিয়ে ধনী হতে চান, তবে বিভিন্ন সরকারি প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। নতুন অর্থবর্ষ থেকেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারেন। এই সরকারি প্রকল্পগুলিতে বিনিয়োগের আরও একটি সুবিধা হল আয়কর আইনের ৮০সি ধারার অধীনে দেড় লক্ষ টাকা অবধি করছাড় পাওয়া যায়। সরকারি প্রকল্পগুলিতে সুদের হারও অন্যান্য় আর্থিক প্রকল্পের থেকে বেশি হয়। আর্থিক সুরক্ষা থাকায় এই প্রকল্পগুলিতে বিনিয়োগে কোনও ঝুঁকি থাকে না।

পিপিএফ অ্যাকাউন্ট-

প্রভিডেন্ট ফান্ড বা পিএফের পাশাপাশি আপনি যদি অবসরের কথা ভেবে আলাদাভাবে টাকা জমাতে চান, তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে পারেন। পিপিএফে বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই প্রকল্পে আপনি ন্যূনতম ৫০০ টাকা থেকে শুরু করে বছরে সর্বাধিক ১ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করা যেতে পারে। এই প্রকল্পের আরও একটি সুবিধা হল আপনি মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগ প্রকল্পের মেয়াদ হল ১৫ বছর। যদি আপনি ৩০ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন, তবে ৪৫ বছরের মধ্য়েই আপনার রিটায়ারমেন্ট ফান্ড তৈরি হয়ে যাবে।

Next Article
Fraud Case: আপনার অগোচরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হতে পারে কোটি কোটি টাকার লেনদেন, সাবধান হোন…
Fixed Deposit For Senior Citizens: এই তিন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগে উজ্জ্বল ভবিষ্যৎ, মিলবে অবিশ্বাস্য ৯ শতাংশ পর্যন্ত রিটার্ন