Axis Bank: রেকারিং ডিপোজিটে আকর্ষণীয় সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক
রেকারিং ডিপোজিটের জন্য আপনি বেছে নিতে পারেন নির্দিষ্ট টাকার অঙ্ক। সেই পরিমাণ টাকা প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে ব্যাঙ্কে। যে সময়সীমার জন্য আপনি বিনিয়োগ করতে চাইছেন, ততদিন সেই অঙ্কের টাকা জমা দিতে হবে। তাহলে নির্দিষ্ট সময় পর সুদ সমেত সমস্ত টাকা ফেরত পাবেন তিনি।

নয়াদিল্লি: সারা মাসের রোজগার থেকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা খুবই সাধারণ প্রবণতা। অধিকাংশ মানুষই এ ভাবেই সঞ্চয় করে রাখেন। সঞ্চয় করতে বিভিন্ন আর্থিক স্কিমে লগ্নি করেন অনেকে। ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট- এ রকমই দুটি জনপ্রিয় লগ্নির উপায়। যার কাছে এক লপ্তে বড় অঙ্কের টাকা রয়েছে তাঁর জন্য ফিক্সড ডিপোজিট (এফডি) করা লাভজনক। কিন্তু অনেকের কাছেই একে বারে অনেক টাকা নেই। কিন্তু প্রতি মাসে তিনি নির্দিষ্ট অঙ্কের টাকা জমাতে চাইছেন। সে জন্য সবথেকে ভাল বিকল্প হল রেকারিং ডিপোজিট (আরডি)।
রেকারিং ডিপোজিটের জন্য আপনি বেছে নিতে পারেন নির্দিষ্ট টাকার অঙ্ক। সেই পরিমাণ টাকা প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে ব্যাঙ্কে। যে সময়সীমার জন্য আপনি বিনিয়োগ করতে চাইছেন, ততদিন সেই অঙ্কের টাকা জমা দিতে হবে। তাহলে নির্দিষ্ট সময় পর সুদ সমেত সমস্ত টাকা ফেরত পাবেন তিনি। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি ২ বছরের জন্য রেকারিং ডিপোজিট করতে চান। প্রতি মাসে ১০০০ টাকা লগ্নি করার সিদ্ধান্ত নিলেন। এবার আগামী ২৪ মাসে ১০০০ টাকা করে জমা করে যেতে হবে আপনাকে।
রেকারিং ডিপোজিটের জন্য আকর্ষণীয় অফার দেয় অ্যাক্সিস ব্যাঙ্ক। দেশের বেসরকারি এই ব্যাঙ্কে আরডি-তে সুদের হার যথেষ্ট আকর্ষণীয়। এই ব্যাঙ্কে ন্যূনতম ৬ মাসের জন্য বিনিয়োগ করতে পারবেন। লগ্নির সর্বোচ্চ সীমা ১০ বছর। যে সময়ের জন্য আপনি বিনিয়োগ করবেন তার উপরে সুদ দেবে ব্যাঙ্ক। ১ বছরের জন্য বিনিয়োগে ৬.৭০ শতাংশ সুদ, ২,৩,৪ বছরের জন্য বিনিয়োগে ৭.১০ শতাংশ সুদ। ৫ থেকে ১০ বছরে বিনিয়োগের জন্য ৭ শতাংশ সুদ দিচ্ছে। এই ব্যাঙ্কে রেকারিং করার জন্য প্রতি মাসে ন্যূনতম ৫০০ টাকা দিতে হবে। তবে এর কোনও ঊর্ধ্বসীমা নেই।
