Ayodhya: অযোধ্যা হতে চলেছে ব্যবসায়িক হাব, রামমন্দির উদ্বোধনের আগেই এই সমস্ত কোম্পানি শাখা খুলছে

Sukla Bhattacharjee |

Jan 05, 2024 | 10:11 PM

Ram Temple: বিশেষজ্ঞদের অনুমান, রামমন্দিরের উদ্বোধনের পর থেকেই পর্যটকের সংখ্যা বাড়বে। আর রামমন্দিরের কাজ সম্পূর্ণ হলে অযোধ্যায় পর্যটক সংখ্যা ৮-১০ গুণ বাড়তে পারে। এর ফলে অযোধ্যায় ভাসমান জনসংখ্যা অর্থাৎ শহরের অস্থায়ী জনসংখ্যা বাড়বে। হসপিটালিটি কোম্পানি OYO সম্প্রতি জানিয়েছিল যে, রামমন্দির উদ্বোধনের আগে থেকেই অযোধ্যায় হোটেল বুকিং ৭০-৮০ শতাংশ বেড়েছে।

Ayodhya: অযোধ্যা হতে চলেছে ব্যবসায়িক হাব, রামমন্দির উদ্বোধনের আগেই এই সমস্ত কোম্পানি শাখা খুলছে
পাথরের পর পাথর সাজিয়ে নাগারা শিল্প রীতি মেনেই রামমন্দিরটি তৈরি হয়েছে।

Follow Us

অযোধ্যা: অযোধ্যার রামমন্দির নিয়ে দেশবাসীর মধ্যে উত্তেজনার অন্ত নেই। রামমন্দির দ্বারোদ্ঘাটনের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের গর্ভগৃহে বিগ্রহের উপবেশন করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকেই সকলের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার। ইতিমধ্যে অনেকেই প্রথম দিনই রামমন্দিরে প্রবেশের জন্য ট্রেন, বিমানের টিকিট থেকে অযোধ্যায় হোটেল বুকিং করতে শুরু করে দিয়েছে। দিনে-দিনে রামমন্দিরকে কেন্দ্র করে অযোধ্যা যে অন্যতম পর্যটনকেন্দ্র, তীর্থস্থান হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে রামমন্দির-সহ সমগ্র অযোধ্যাকে কেন্দ্র করে ব্যবসায়িক কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা প্রবল। তাই ইতিমধ্যে রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে অনেক কোম্পানি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশেষত, FMCG (ফাস্ট মুভিং কনজিমার গুডস)-সহ আতিথেয়তা সংস্থাগুলি ইতিমধ্যে জোরদার প্রস্তুতি শুরু করেছে। এছাড়া প্রচুর সংখ্যক হোটেল ও রেস্তোরাঁও খুলতে চলেছে। বলা যায়, রামমন্দির খোলার আগেই ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হতে প্রস্তুত অযোধ্যা।

বিসলেরি থেকে ম্যাকডোনাল্ডস পর্যন্ত প্ল্যান্ট স্থাপন করছে

একটি রিপোর্ট অনুসারে, FMCG এবং আতিথেয়তা সংস্থাগুলি অযোধ্যায় তাদের প্রস্তুতি জোরদার শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মিনারেল জল কোম্পানি বিসলেরি ইন্টারন্যাশনাল অযোধ্যায় একটি নতুন প্ল্যান্ট স্থাপন করছে। আগামী দিনে অযোধ্যায় বোতলজাত জল, কোমল পানীয়, স্ন্যাকস-সহ মুদিজাতীয় নানান দ্রব্যের চাহিদা বাড়তে পারে বলে আশাবাদী বিসলেরি। এছাড়া বিস্কুটের কোম্পানি পার্লে প্রোডাক্টস থেকে অন্যান্য এফএমসিজি পণ্য তৈরি করে, এমন সংস্থাগুলিও অযোধ্যা ও তার আশপাশে ডিস্ট্রিবউশন নেটওয়ার্ক প্রসারিত করছে। আবার ম্যাকডোনাল্ডস এবং বার্গার সিং অযোধ্যা-লখনউ হাইওয়েতে ইতিমধ্যে নতুন আউটলেট খুলছে।

পর্যটকদের আগমন বাড়তে পারে

বিশেষজ্ঞদের অনুমান, রামমন্দিরের উদ্বোধনের পর থেকেই পর্যটকের সংখ্যা বাড়বে। আর রামমন্দিরের কাজ সম্পূর্ণ হলে অযোধ্যায় পর্যটক সংখ্যা ৮-১০ গুণ বাড়তে পারে। এর ফলে অযোধ্যায় ভাসমান জনসংখ্যা অর্থাৎ শহরের অস্থায়ী জনসংখ্যা বাড়বে। হসপিটালিটি কোম্পানি OYO সম্প্রতি জানিয়েছিল যে, রামমন্দির উদ্বোধনের আগে থেকেই অযোধ্যায় হোটেল বুকিং ৭০-৮০ শতাংশ বেড়েছে। উত্তরপ্রদেশ পর্যটন বিভাগের তথ্য অনুসারে, ২০২১ সালে অযোধ্যায় ভ্রমণকারী পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৩.২৫ লক্ষ, যা ২০২২ সালে বেড়ে ২.৩৯ কোটি হয়েছে। এবার মন্দিরটি তৈরি হলে এই সংখ্যা আরও ৮-১০ গুণ বৃদ্ধি পাবে। ফলে প্রতি বছর আনুমানিক ২০-২৫ কোটি পর্যটক অযোধ্যায় আসতে পারেন। স্বাভাবিকভাবেই ব্যবসায়িক কেন্দ্র হয়ে উঠবে অযোধ্যা।

Next Article