Anil Ambani: আর কত খারাপ দিন দেখবেন অনিল অম্বানী? ৩ দিনেই ২৮০০ কোটি গায়েব

Reliance Power: লাগাতার পতন হচ্ছে রিলায়েন্স পাওয়ারের শেয়ারে। শুক্রবার, ২৩ অগস্ট রিলায়েন্স পাওয়ারের শেয়ার ৩৮.০৭ টাকায় পৌছেছিল, যা বিগত ৫২ সপ্তাহে সর্বনিম্ন। পরপর তিনদিনে রিলায়েন্স পাওয়ারের শেয়ার ১৮ শতাংশ কমেছে।

Anil Ambani: আর কত খারাপ দিন দেখবেন অনিল অম্বানী? ৩ দিনেই ২৮০০ কোটি গায়েব
অনিল অম্বানী। ফাইল চিত্রImage Credit source: X
Follow Us:
| Updated on: Aug 28, 2024 | 12:50 PM

মুম্বই: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি থেকে রাতারাতি হয়ে গিয়েছিলেন দেউলিয়া। সেই খারাপ দিনের স্মৃতি এখনও দগদগে। সবে ঘুরে দাঁড়াতে শুরু করেছিলেন, সেই সময়ই আবার খারাপ খবর। খারাপ দিন কাটতেই চাইছে না অনিল অম্বানীর। সেবির নিষেধাজ্ঞার পর হু হু করে পড়ছে অনিল অম্বানীর সংস্থাগুলির শেয়ার।

লাগাতার পতন হচ্ছে রিলায়েন্স পাওয়ারের শেয়ারে। শুক্রবার, ২৩ অগস্ট রিলায়েন্স পাওয়ারের শেয়ার ৩৮.০৭ টাকায় পৌছেছিল, যা বিগত ৫২ সপ্তাহে সর্বনিম্ন। পরপর তিনদিনে রিলায়েন্স পাওয়ারের শেয়ার ১৮ শতাংশ কমেছে। বর্তমানে রিলায়েন্স পাওয়ারের শেয়ার ৩১.১০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ তিনদিনেই ৭ টাকা পতন হয়েছে সংস্থার শেয়ারে। শেয়ারের এই ব্যাপক পতনের কারণে তিনদিনেই কোম্পানির মার্কেট ক্যাপ ২৮০০ কোটি টাকা কমেছে।

প্রসঙ্গত, সম্প্রতিই সংস্থার তহবিল সরানোর অভিযোগে অনিল অম্বানীর উপরে ৫ বছরের নিষেধাজ্ঞা ও ২৫ কোটি টাকা জরিমানা করেছে সেবি। এর জেরেই শেয়ারে ব্যাপক পতন হচ্ছে।