নয়া দিল্লি: অক্টোবর মানেই উৎসবের মাস। শুধু বাংলাতেই নয়, সারা দেশ জুড়ে বিভিন্ন পুজো আর উৎসব হয় এই সময়ে। গণেশ পুজো দিয়ে উৎসবের শুরু, তারপর একে একে দুর্গা পুজো, কালী পুজো, দীপাবলি- একের পর এক উৎসব উদযাপন করেন দেশের মানুষ। এই সময়ে তাই স্কুল থেকে অফিস সর্বত্রই ছুটিও থাকে। ব্যাঙ্কও তার ব্যতিক্রম নয়। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র তরফে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, অক্টোবর মাসের যে ১৩ দিন বাকি আছে, তার মধ্যে ১০ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই পুজোর মরশুমে টাকা লেনদেন করার থাকলে, তা আগেভাগেই করে নেওয়া ভাল।
একনজরে দেখে নিন ছুটির তালিকা
১. ২১ অক্টোবর (শনিবার)- দুর্গাপুজোর সপ্তমী উপলক্ষে ছুটি থাকবে ত্রিপুরা, মণিপুর, অসম ও পশ্চিমবঙ্গে।
২. ২১ অক্টোবর (সোমবার)- দুর্গাপুজোর নবমী ও আয়ুধ পুজো উপলক্ষে ছুটি থাকবে ত্রিপুরা, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কানপুর, কেরল, ঝাড়খণ্ড, বিহার, অসম ও পশ্চিমবঙ্গে।
৩. ২৪ অক্টোবর (মঙ্গলবার)- দুর্গাপুজোর দশমী ও দশেরা উপলক্ষে অন্ধ্র প্রদেশ ও মণিপুর বাদে গোটা দেশের সব রাজ্যে ছুটি থাকবে।
৪. ২৫ অক্টোবর (বুধবার)- দুর্গা পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে সিকিমে।
৫. ২৬ অক্টোবর (বৃহস্পতিবার)- দুর্গা পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে সিকিম ও জম্মু-কাশ্মীরে।
৬. ২৭ অক্টোবর (শুক্রবার)- দুর্গা পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে সিকিমে।
৭. ২৮ অক্টোবর (শনিবার)- লক্ষ্মী পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে।
৮. ৩১ অক্টোবর (মঙ্গলবার)- সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে গুজরাটে।
এছাড়া থাকছে সাপ্তাহিক ছুটির দিন
১ অক্টোবর (রবিবার), ৮ অক্টোবর (দ্বিতীয় শনিবার), ১৫ অক্টোবর (রবিবার), ২২ অক্টোবর (রবিবার) ও ২৯ অক্টোবর (রবিবার) বন্ধ থাকবে ব্যাঙ্ক।