Bank Holidays May 2022 : চাঁদিফাটা রোদে গিয়ে যাতে ফিরে না আসতে হয়…জেনে নিন মে মাসে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক
Bank Holidays May 2022 : মে মাসে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তার মধ্যে সাপ্তাহিক ছুটির দিনও অন্তর্ভুক্ত।
কলকাতা : মাসের শেষ হয়েই এসেছে। এইবার ব্যাঙ্কে পড়বে পেনশন তোলার লাইন। পেনশন ছাড়াও একাধিক কাজে ব্যাঙ্কের দ্বারস্থ হতেই হয়। বাইরে কাঠপোড়া রোদ। ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার আগে জেনে যান আদৌ সেদিন ব্যাঙ্ক খোলা থাকছে কিনা। যাতে রোদে পুড়ে খালি হাতেই ফিরতে না হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী মে মাসে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে উল্লেখ্য়, এই ছুটির দিনগুলো অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা এই কয়েকদিন কার্যকর থাকবে।
এই মাসে দুটি লম্বা ছুটি থাকবে ব্যাঙ্ক কর্মীদের। ইদ-উল-ফিতর ও বুদ্ধ পূর্ণিমার জন্য পরপর তিনদিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক। নীচে বিস্তারিত তালিকা দেওয়া হল-
১ মে : রবিবার (সাপ্তাহিক ছুটি)
২ মে : সোমবার (রমজান-ঈদ বা ঈদ-ইউআই-ফিতর)। কোচি ও তিরুবনন্তপুরম বাদে বাকি দেশে ছুটি।
৩ মে : মঙ্গলবার (গবান শ্রী পরশুরাম জয়ন্তী/রমজান-ঈদ বা ঈদ-ইউআই-ফিতর/বাসব জয়ন্তী/অক্ষয় তৃতীয়া)। কোচি, তিরুবনন্তপুরম বাদে সমগ্র ভারতে ছুটি।
৪ মে : রবিবার (সাপ্তাহিক ছুটি)
৯ মে : সোমবার, কলকাতা (রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী)
১৪ মে : দ্বিতীয় শনিবার (দ্বিসাপ্তাহিক ছুটি)
১৫ মে : রবিবার (সাপ্তাহিক ছুটি)
১৬ মে : সোমবার (বুদ্ধ পূর্ণিমা)
২২ মে : রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৮ মে : চতুর্থ শনিবার (দ্বিসাপ্তাহিক ছুটি)
২৯ মে : রবিবার (সাপ্তাহিক ছুটি)
আরও পড়ুন : Mamata Banerjee: টিভি চ্যানেল ‘ধর্ষণধারী’, ‘টিআরপি বাড়াতে’ খুন-ধর্ষণ দেখাচ্ছে; সংবাদ মাধ্যমে বিরক্ত মমতা
আরও পড়ুন : LIC IPO: দালাল স্ট্রিটে খুশির জোয়ার! দিন কয়েক বাদেই বাজারে আসছে LIC-র IPO, জানাল সংস্থা
আরও পড়ুন : Noida Man Dies after Bar Fight: মদের বিল দেখে মাথায় হাত! কথা বলতে গেলে এমন অবস্থা করল বারের কর্মচারীরা…