নয়া দিল্লি: মার্চ মাসে অর্থবর্ষ শেষ। সেই সময়ে হুড়োহুড়ি পড়ে আয়কর রিটার্ন দাখিল করার। আয়কর রিটার্ন জমা দিয়েই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। আয়কর দফতর এবার ১০ লক্ষ টাকা জরিমানা করার হুঁশিয়ারি দিল। এই তথ্য না জানালেই কিন্তু দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।
৩১ মার্চের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করতে হয়। তবে যারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা করতে পারেন না, তাদের জন্য রিভাইসড আইটিআর জমা করার সুযোগ দেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বর লেট বা রিভাইসড আয়কর জমা করার শেষ তারিখ।
এই সময় মনে করিয়েই আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, যদি কোনও ব্যক্তি বিদেশে থাকা সম্পত্তি বা বিদেশি আয় সম্পর্কে না জানান, তবে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। ‘অ্যান্টি-ব্ল্যাক মানি ল’ বা কালো টাকা প্রতিরোধ আইনে এই সাজা দেওয়া হবে।
বিদেশে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যাশ ভ্যালু ইনসুরেন্স কনট্রাক্ট, স্থাবর সম্পত্তি, ইকুয়িটি বা লোন ইন্টারেন্ট থাকে, তবে তা আয়করের তথ্যে জানাতেই হবে। নাহলেই ফরেন অ্যাসেট বা ইনকাম ফ্রম ফরেন সোর্সের আওতায় ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।