কলকাতা: মাস ঘুরলেই নতুন বছর। নববর্ষে মোটা টাকা ঘরে তুলতে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন বিনিয়োগকারীরা। কিন্তু, কোন স্টকে বিনিয়োগে সহজেই মিলতে পারে ভাল লাভ সেই বিষয়ে দিশাহীন অনেকেই। কিন্তু, মার্কেটে এমন কিছু চেনা-অচেনা স্টক রয়েছে যেগুলিতে বিনিয়োগ করলে অচিরেই মিলতে পারে বড় লাভ। এমনটাই মত বিশেষজ্ঞদের। এই স্টকগুলির সিংহভাগই নিফটি ৫০০ এর একদম উপরের দিকের তালিকায় রয়েছে। একইসঙ্গে মার্কেট ক্যাপিটালও ১০ হাজার কোটির উপরে।
তালিকায় রয়েছে আইটিসির শেয়ার। পরিসংখ্যান বলছে সংস্থার ৫ বছরের রেভিনিউ বৃদ্ধির হার ৯.৮২ শতাংশ। সেখানে নেট প্রফিটের মার্জিন বৃদ্ধি হতে দেখা গিয়েছে ২৬.০৬ শতাংশ। বর্তমানে এই স্টকটির দাম সাড়ে চারশো টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। চলতি বছরের জুলাইতে এই সংস্থার স্টকের দাম ৪৯০ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়। তালিকায় রয়েছে টাটা কনসাল্টেন্সি সার্ভিসেসের শেয়ারও। বর্তমানে স্টকটির দাম ৩ হাজার ৭০০-র ঘরে ঘোরাফেরা করছে। গত ৬ মাসে স্টকটির দাম বেড়েছে পাঁচশো টাকারও বেশি।
চলতি বছরে বড়সড় শ্রীবৃদ্ধি দেখা গিয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দামেও। চলতি বছরের জুলাইতে সংস্থার এক একটি স্টকের দাম ১৭০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে দাম ১৬৫০ এর ঘরে ঘোরাফেরা করছে। চলতি বছরে মারকাটারি পারফর্ম না করলেও মোটের উপর খারাপ রিটার্ন দেয়নি হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ার। বর্তমানে সংস্থার এক একটি স্টকের দাম আড়াই হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী বছর এই সংস্থার শেয়ারে আরও শ্রীবৃদ্ধি দেখা যেতে পারে বলে মনে করছেন শেয়ার বিশেষজ্ঞদের একাংশ।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।