বেঙ্গালুরু: অনলাইন ডেলিভারির যুগে দেশের কোন শহরের বাসিন্দারা কোন খাবার বেশি বেশি করে খাচ্ছেন তা সহজেই জানা যায়। দেশের সব এলাকার মানুষেরই কোন খাবার প্রতি ভালবাসা রয়েছে তা আগেই সামনে এসেছে। এ বার সামনে এল দেশের কোন শহরের বাসিন্দারা সবথেকে বেশি কেক খেয়েছেন। ২০২৩ সাল জুড়ে এই শহরেই অনলাইনে সবথেকে বেশি কেক অর্ডার হয়েছে। তার ভিত্তিতেই ওই শহর উপাধি পেয়েছে ২০২৩ সালের ‘কেক ক্যাপিটাল’।
অনলাইন ফুড ডেলিভারির সংস্থা সুইগি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে কোন শহরে কোন খাবার অর্ডার বেশি হয়েছে, তা জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে ভারতের ওই শহরের বাসিন্দারা কেক, মিষ্টির মতো খাবার প্রচুর অর্ডার দিয়েছেন ২০২৩ সাল জুড়ে। সারা বছর প্রায় ৮৫ লক্ষ কেক অর্ডার দিয়েছেন বেঙ্গালুরুবাসী। এর জেরে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু পেয়েছে কেক ক্যাপিটালের উপাধি।
এক ব্লগ পোস্টে সুইগি জানিয়েছে, বেঙ্গালুরু বাসী কেক কাটায় এবং খাওয়ায় বিশ্বাসী। সেখানকার মানুষ প্রচুর চকোলেট কেকের অর্ডারও দিয়েছেন। কিন্তু সবথেকে বেশি কেক বেঙ্গালুরুবাসী খেলেও, সবথেকে কম কেক ভারতের কোন শহরবাসী খেয়েছেন জানেন? সুইগি জানাচ্ছে, নাগপুরবাসী কেক খেতে বেশি উৎসাহী নন। সারা বছর মাত্র ৯২টি কেকের অর্ডার হয়েছে ওই শহরে।