বেঙ্গালুরু: শহরে অটোর দৌরাত্ম্যে নাজেহাল সরকার। হিমশিম খেতে হচ্ছে অটোর নিত্যনতুন রুট ও অটোচালকদের বাড়বাড়ন্ত সামাল দিতে। সেই কারণেই এবার কড়া সিদ্ধান্ত নিল সরকার। ধীরে ধীরে কমিয়ে দেওয়া হবে অটো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। জানা গিয়েছে, কর্নাটক সরকারের তরফে ওলা, উবার, র্যাপিডোর মতো অনলাইন ক্যাব অ্যাপ্লিকেশনগুলিকে তাদের অটো পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অতিরিক্ত ভাড়া নেওয়া ও গ্রাহকদের হেনস্থা করার একাধিক অভিযোগ উঠতেই সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্স সূত্রে খবর, বেঙ্গালুরু পরিবহন দফতরের অতিরিক্ত কমিশনার হেমন্ত কুমার বলেন, “ওলা-উবারের অটো চালানোর কোনও অনুমতি নেই। তারা অতিরিক্ত চার্জ নিচ্ছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযোগ। আমরা গ্রাহকদের এইধরনের হেনস্থা মেনে নিতে পারি না। অতিরিক্ত চার্জ নেওয়ার জন্য কোনও ব্য়াখ্যা হতে পারে না।”
জানা গিয়েছে, পরিবহন দফতরের তরফে ইতিমধ্যেই ওলা, উবার, র্যাপিডোকে তাদের অটো পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে ওলা ও উবারের তরফে কোনও মন্তব্য করতে অস্বীকার করা হয়েছে বলেই জানা গিয়েছে। এদিকে, বিগত কয়েক সপ্তাহ ধরেই উবার দেশজুড়ে অটো পরিষেবার বিজ্ঞাপন দিচ্ছে টেলিভিশনে। র্যাপিডোর তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে তাদের অটো পরিষেবা বেআইনি নয় এবং শীঘ্রই তারা এই আইনি নোটিসের জবাব দেবে। রাজ্য সরকারের নিয়ম মেনেই ভাড়া স্থির করা হয়েছে, কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে না, এমনটাই জানিয়েছে র্যাপিডো।
ভিড় রাস্তায় দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য়ই অটো পরিষেবা চালু হয়েছিল। কম খরচেই দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য অটোই অন্যতম ভরসা হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে যে হারে অটোর পাশাপাশি টোটো ও রিক্সার দৌরাত্ম্য় বেড়েছে, তাতে চলাফেরা করাই কষ্টসাধ্য হয়ে উঠেছে।