AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GPay, PhonePe, Paytm-এ ব্যালেন্স দেখতে ‘নিষেধ’, এবার টাকা পাঠালেই জানা যাবে সব!

UPI Payment: ইউপিআই-তে অটো পে ট্রান্সজাকশনের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ ইএমআই, বিভিন্ন বিল, ওটিটি সাবস্ক্রিপশনের পেমেন্ট দিনের একটি নির্দিষ্ট সময়েই হবে।

GPay, PhonePe, Paytm-এ ব্যালেন্স দেখতে 'নিষেধ', এবার টাকা পাঠালেই জানা যাবে সব!
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Jul 27, 2025 | 10:34 AM
Share

নয়া দিল্লি: পকেটে ক্য়াশ থাকে কম, এখন অনলাইন লেনদেনই ভরসা অনেকের। তবে সম্প্রতিই ইউপিআই-র নিয়মে একাধিক বদল এসেছে। এবার অগস্ট মাসেও ইউপিআই-তে বেশ কিছু বদল আসতে চলেছে। গুগল পে, ফোনপে, পেটিএম যারা ব্যবহার করেন, তাদের এই নিয়মে বদল জানা জরুরি।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে সম্প্রতিই ব্যাঙ্কগুলিকে এক নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি লেনদেনের পর গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যালেন্স কত রয়েছে, তার নোটিফিকেশন দিয়ে জানাতে হবে ইউপিআই-র মাধ্যমে। পেটিএম, গুগল পে, ফোন পে সহ সমস্ত ইউপিআই পেমেন্ট অ্যাপেই এই নিয়ম কার্যকর করা হবে।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহু গ্রাহকই লেনদেনের পর বারবার ব্যালেন্স চেক করেন। এতে সিস্টেমে ওভারলোড হয় বা বেশি চাপ পড়ে। তা কমাতেই এই নতুন নিয়ম। একইসঙ্গে ইউপিআই-তে যাতে সিস্টেম ওভারলোড না হয়, তার জন্য়ও এই নির্দেশ দেওয়া হয়েছে। এনপিসিআই নন-ফিন্যান্সিয়াল ইউপিআই সার্ভিসের ক্ষেত্রে দৈনিক ব্যালেন্স চেক ও লিঙ্ক করা অ্যাকাউন্ট চেক করার সীমা বেধে দিয়েছে।

ইউপিআই-তে অটো পে ট্রান্সজাকশনের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ ইএমআই, বিভিন্ন বিল, ওটিটি সাবস্ক্রিপশনের পেমেন্ট দিনের একটি নির্দিষ্ট সময়েই হবে।

কোনও পেমেন্ট হয়েছে কি না, তাও সীমিত কয়েকবারই দেখা যাবে। সারাদিনে সর্বাধিক তিনবার ট্রানজাকশন স্টেটাস চেক করা যাবে, তাও ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।  সারাদিনে সর্বাধিক ৫০ বারই ইউপিআই ব্যালেন্স চেক করা যাবে।