Budget 2024: বড় ঘোষণা, ১ মাসের বেতন দেবে সরকার, বাজেটে কর্মসংস্থানে ৩ নতুন প্রকল্পের ঘোষণা অর্থমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 24, 2024 | 5:05 PM

Budget Announcement for Employment: এ দিন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের যুব সমাজের কর্মসংস্থানের জন্য বড় ঘোষণা করেন।  একমাসের বেতন দিয়ে আর্থিক সহায়তা থেকে শুরু করে উৎপাদন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান ও ভাতার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

Budget 2024: বড় ঘোষণা, ১ মাসের বেতন দেবে সরকার, বাজেটে কর্মসংস্থানে ৩ নতুন প্রকল্পের ঘোষণা অর্থমন্ত্রীর
কর্মসংস্থানে বড় ঘোষণা সরকারের।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বাজেটে (Budget 2024) কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা সরকারের। তিন নতুন প্রকল্পের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এ দিন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) দেশের যুব সমাজের কর্মসংস্থানের জন্য বড় ঘোষণা করেন।  একমাসের বেতন দিয়ে আর্থিক সহায়তা থেকে শুরু করে উৎপাদন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান ও ভাতার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এক নজরে দেখে নেওয়া যাক সরকারের নতুন স্কিম-

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের যুবসমাজের কর্মসংস্থানের জন্য  ৩টি স্কিম ঘোষণা করা হচ্ছে।  ইপিএফও-র নথিভুক্তের মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে।

১.  ফার্স্ট টাইমার-

প্রথম স্কিমটি হল প্রথমবার যারা চাকরি করতে আসছেন, তাদের জন্য। এই স্কিমে ১ মাসের বেতন দেওয়া হবে কর্মীদের। ইপিএফও-তে রেজিস্টার হলেই ১৫ হাজার টাকা পর্যন্ত ১ মাসের বেতন দেওয়া হবে। ৩ কিস্তিতে এই বেতন দেওয়া হবে।  ১ লাখ টাকা পর্যন্ত যাদের বেতন, তারা এই স্কিমে আবেদন করতে পারবেন।

 ২. উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান-

কর্মী ও কর্মসংস্থানকারীদের ইনসেনটিভ দেওয়া হবে কর্মজীবনের প্রথম ৪ বছরে। এতে ৩০ লক্ষ যুব উপকৃত হবে।

৩. সাপোর্ট টু এমপ্লয়ার্স-

প্রতি নতুন কর্মী পিছু সংস্থাকে প্রতি মাসে ৩ হাজার টাকা পর্যন্ত রি-ইমবার্সমেন্ট দেওয়া হবে ২ বছরের জন্য। ইফিএফও-তে সংস্থার কন্ট্রিবিউশন বা যে টাকা জমা রাখবে, তার উপরে ভিত্তি করেই এই আর্থিক সাহায্য দেওয়া হবে।

Next Article
Budget 2024: বাজেটের আগেই দালাল স্ট্রিটে টাকার জোয়ার, লাফিয়ে বাড়ছে সেনসেক্স-নিফটি
Education Loan Budget 2024: সুদে ছাড়, শিক্ষাঋণে এবারের বাজেটে বড় ঘোষণা কেন্দ্রের