Budget 2024 Expectations: এবার বাজেটে কোন কোন স্কিমে দ্বিগুণ হতে পারে বরাদ্দ?

Jan 29, 2024 | 12:27 PM

Budget 2024 Expectations: মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা MGNREGS-এর ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে। বরাদ্দ ৪৭ শতাংশ বাড়ানো হতে পারে। বর্তমানে এই স্কিমের জন্য বরাদ্দ রয়েছে ৬০ হাজার কোটি টাকা।

Budget 2024 Expectations: এবার বাজেটে কোন কোন স্কিমে দ্বিগুণ হতে পারে বরাদ্দ?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Follow Us

নয়া দিল্লি: আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তবে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। পরবর্তী সরকার গঠনের পর পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। তাই এবারের বাজেটে কোনও বড় ঘোষণা হওয়া সম্ভব নয় বলে আগেই জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে এই বাজেটের পর কেন্দ্রীয় সরকারি বেশ কয়েকটি স্কিমে বদল আসতে চলেছে।

আয়ুষ্মান ভারত

বদল আসতে পারে আয়ুষ্মান ভারত স্কিমে। বর্তমানে সরকারি এই স্বাস্থ্যবিমায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয়। সেটা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিমার অঙ্ক বাড়ানো হলে সরকারের খরচ বাড়বে ১২ হাজার ৭৬ কোটি।

MGNREGS স্কিম

মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা MGNREGS-এর ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে। বরাদ্দ ৪৭ শতাংশ বাড়ানো হতে পারে। বর্তমানে এই স্কিমের জন্য বরাদ্দ হয়েছে ৬০ হাজার কোটি টাকা। ২০২৩ সালে এই স্কিমে খরচ হয়েছে ৯০ হাজার কোটি টাকা।

পিএম কিষাণ যোজনা

পিএম কিষাণ যোজনা জারি থাকবে, এমন প্রস্তাবও দেওয়া হতে পারে এবারের বাজেটে। শুধু তাই নয়, কৃষকদের দেওয়া কিস্তির টাকা ২ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার করা হতে পারে। এখনও পর্যন্ত এই স্কিমে ১৫ টি কিস্তিতে টাকা দেওয়া হয়েছে কৃষকদের। প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সেটাই দ্বিগুণ হয়ে যেতে পারে।

Next Article