বিগ বিলিয়ন ডে বা গ্রেট ইন্ডিয়ান সেলে IPhone কিনছেন? ফোন আসল না নকল, চিনে নিন এভাবে

Iphone: অ্যাপেল (Apple) সংস্থা এনেছে নতুন আইফোন। অনেকেই সেলে কম দামে অ্যাপেলের ফোনও কিনছেন। তবে অনলাইনে মোবাইল কেনার ক্ষেত্রে অনেকেরই মনে সংশয় থাকে যে আসল মোবাইল পাওয়া যাবে তো? অনলাইনে মোবাইল অর্ডার করে, তার বদলে ইট বা সাবান এসেছে, এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে।

বিগ বিলিয়ন ডে বা গ্রেট ইন্ডিয়ান সেলে IPhone কিনছেন? ফোন আসল না নকল, চিনে নিন এভাবে
নতুন আইফোন ১৬।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 28, 2024 | 8:25 PM

নয়া দিল্লি: উৎসবের মরশুমে শুরু হয়েছে ধামাকা সেল। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল চলছে। এই সেলে জামাকাপড় থেকে জুতো, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন- সব কিছুতেই ছাড় মিলছে। এই সেলের অপেক্ষা করে থাকেন অনেকে। সেল শুরু হলেই শুরু হয় কেনাকাটা। অনেকেই এই সেলে আইফোন কেনার পরিকল্পনা করছেন। আপনারও যদি এই পরিকল্পনা থাকে, তবে এই খবর আপনার জন্যই।

অ্যাপেল (Apple) সংস্থা এনেছে নতুন আইফোন। অনেকেই সেলে কম দামে অ্যাপেলের ফোনও কিনছেন। তবে অনলাইনে মোবাইল কেনার ক্ষেত্রে অনেকেরই মনে সংশয় থাকে যে আসল মোবাইল পাওয়া যাবে তো? অনলাইনে মোবাইল অর্ডার করে, তার বদলে ইট বা সাবান এসেছে, এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। অনেক সময় আবার আসল মোবাইলের মতোই দেখতে নকল মোবাইল গছিয়ে দেওয়া হয়।  এবার আপনার কেনা আইফোন আসল নাকি নকল, তা চিনবেন কী করে?

ডিসপ্লে: আইফোন আসল না নকল, তা চেনার সহজ উপায় হল ডিসপ্লে পরীক্ষা। এর জন্য আইফোনে একটি দারুণ ফিচারও দেওয়া হয়েছে। আইফোনের এই ফিচারটির নাম ট্রু টোন। যদি ফোনের ডিসপ্লে আসল হয়,  তবে আইফোনের সেটিংসে এই ফিচারটি পাবেন। ফোনটি যদি নকল হয়, তবে এই ফিচার থাকবে না।

সিরিয়াল নম্বর: ফোন চালু করার আগে, আইফোনের বক্সে দেওয়া সিরিয়াল নম্বরের সাহায্যে আপনি আইফোনটি আসল কিনা তা খুঁজে বের করতে পারেন।

এর জন্য আপনাকে https://checkcoverage.apple.com/?locale=en_IN এ যেতে হবে। অ্যাপলের অফিসিয়াল সাইটের এই লিঙ্কে যাওয়ার পর, ফোনে দেওয়া সিরিয়াল নম্বরটি লিখুন। এর পরে, ফোনের সম্পূর্ণ সিরিয়াল নম্বর ​​দিলেই বোঝা যাবে ফোনটি সত্যিই অ্যাপল কোম্পানির কিনা, তা বোঝা যাবে।