Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canara Bank: বদলে গেল কানাড়া ব্যাঙ্কের লেনদেনর নিয়ম, উপকৃত হবেন গ্রাহকরা

Canara Bank: কানাড়া ব্যাঙ্কের লেনদেনের নিয়মে বড় পরিবর্তন করা হল। লেনদেনের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ঊর্ধ্বসীমা।

| Edited By: | Updated on: Dec 06, 2022 | 6:58 PM
দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)। এবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই নিজেদের পরিষেবায় কিছু বদল আনল। এর ফলে গ্রাহকদের দৈনন্দিন জীবনে পড়তে পারে প্রভাব। কী সেই পরিবর্তন জেনে নিন।

দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)। এবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই নিজেদের পরিষেবায় কিছু বদল আনল। এর ফলে গ্রাহকদের দৈনন্দিন জীবনে পড়তে পারে প্রভাব। কী সেই পরিবর্তন জেনে নিন।

1 / 5
কানাড়া ব্যাঙ্ক ৬৬৬ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

কানাড়া ব্যাঙ্ক ৬৬৬ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

2 / 5
ক্লাসিক ডেবিট কার্ড হোল্ডাররা এখন দৈনিক ৪০ হাজারের পরিবর্তে ৭৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। এক্ষেত্রে POS-র সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে।

ক্লাসিক ডেবিট কার্ড হোল্ডাররা এখন দৈনিক ৪০ হাজারের পরিবর্তে ৭৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। এক্ষেত্রে POS-র সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে।

3 / 5
এদিকে কানাড়া ব্যাঙ্কের ক্লাসিক ডেবিট কার্ড দিয়ে কনট্যাক্টলেস NFC (Near Field Communication) লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক দৈনিক সীমা রেখেছে ২৫,০০০ টাকা।

এদিকে কানাড়া ব্যাঙ্কের ক্লাসিক ডেবিট কার্ড দিয়ে কনট্যাক্টলেস NFC (Near Field Communication) লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক দৈনিক সীমা রেখেছে ২৫,০০০ টাকা।

4 / 5
বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে মিলছে সুদ। এবার বিনিয়োগকারীরা এর উপর সুদের হার বৃদ্ধির আশা করছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক অর্থবর্ষে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এর পরই ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ফলে পিপিএফ এও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে মিলছে সুদ। এবার বিনিয়োগকারীরা এর উপর সুদের হার বৃদ্ধির আশা করছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক অর্থবর্ষে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এর পরই ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ফলে পিপিএফ এও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

5 / 5
Follow Us: