AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Card-Aadhaar link: আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ল, জানুন বিস্তারিত

Ration Card-Aadhaar link: 'অন্তোদয় অন্ন যোজনা' এবং 'প্রায়রিটি হাউসহোল্ড স্কিমের' সুবিধা পেতে গেলে এই কাজ করা বাধ্যতামূলক৷ স্থানীয় রেশন দোকানে গেলেই বিনামূল্যে আধার ও রেশন কার্ড লিঙ্ক করা যায়।

Ration Card-Aadhaar link: আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ল, জানুন বিস্তারিত
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 12:24 PM
Share

নয়া দিল্লি: আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার বা সংযুক্ত করার শেষ তারিখ ছিল ৩০ জুন। কিন্তু, ভারত সরকার এই সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা অবশ্য সকলের জন্য বাধ্যতামূলক নয়। তবে, ‘অন্তোদয় অন্ন যোজনা’ এবং ‘প্রায়রিটি হাউসহোল্ড স্কিমের’ সুবিধা পেতে গেলে এই কাজ করা বাধ্যতামূলক৷ স্থানীয় রেশন দোকানে গেলেই বিনামূল্যে আধার ও রেশন কার্ড লিঙ্ক করা যায়। বাড়িতে বসে অনলাইনেও এই কাজ করার সুবিধা দিয়েছে সরকার। আগে অনেক সময়ই দেখা যেত, এক ব্যক্তি একাধিক রেশন কার্ড তৈরি করে তার অনৈতিক সুবিধা নিচ্ছে। আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করায় এই অবৈধ কাজ আর করা যাবে না। পাশাপাশি, কেউ রেশন পাওয়ার অযোগ্য হয়েও রেশন কার্ডে ভর্তুকি দেওয়া পণ্য কিনতে গেলে ধরা পড়ে যাবে।

গরিব মানুষ যাতে ভর্তুকিতে খাদ্যশস্য এবং অন্যান্য পণ্য কিনতে পারে, তার জন্যই রেশন কার্ড দেওয়া হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় এই ভর্তুকি দেওয়া পণ্য বিক্রি করে সরকার। এটা পরিচয়ের প্রমাণের একটি গুরুত্বপূর্ণ নথিও বটে। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে চাইলে প্রথমে রেশন কার্ড ‘ডিজিটাইজ’ করতে হবে। তারপরই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা যাবে। আসুন জেনে নেওয়া যাক, অনলাইনে কীভাবে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা যায় –

  • প্রথমে সরকারি ওয়েবসাইট food.wb.gov.in-এ যান
  • আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বরের মতো প্রয়োজনীয় বিবরণ লিখুন
  • কন্টিনিউ’-এ ক্লিক করুন
  • নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে
  • উপযুক্ত স্থানে ওটিপি লিখুন, তাহলেই আপনার রেশন এবং আধার লিঙ্ক হয়ে যাবে