CNG-PNG Prices: শীঘ্রই কমতে চলেছে পিএনজি ও সিএনজি-র দাম, বিশেষ পদক্ষেপ কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 07, 2023 | 1:23 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের নতুন ফর্মুলা অনুমোদন করেছে।

CNG-PNG Prices: শীঘ্রই কমতে চলেছে পিএনজি ও সিএনজি-র দাম, বিশেষ পদক্ষেপ কেন্দ্রের
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ করল নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Government)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের নতুন ফর্মুলা অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত এই নতুন ফর্মুলার অধীনে দেশীয় প্রাকৃতিক গ্যাসের দাম এখন ভারতীয় অপরিশোধিত ক্রুড বাস্কেটের দামের ভিত্তিতে নির্ধারণ করা হবে। যেখানে এখনও পর্যন্ত অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছিল বিশ্বের চারটি প্রধান গ্যাস ট্রেডিং হাব- হেনরি হাব, আলবেনা, ন্যাশনাল ব্যালেন্সিং পয়েন্ট (ইউকে) এবং রাশিয়ান গ্যাসের দামের ভিত্তিতে।

কী নয়া ফর্মুলা?
নতুন ফর্মুলায় প্রতি মাসে CNG, PNG গ্যাসের দাম নির্ধারণ করা হবে। যেখানে পুরনো ফর্মুলায় প্রতি ছয় মাস পরপর গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এছাড়া নতুন ফর্মুলায় গত এক মাসের ভারতীয় অপরিশোধিত ক্রুড বাস্কেটের দাম দেশীয় প্রাকৃতিক গ্যাসের দামের ভিত্তিতে নেওয়া হবে। এর আগে পুরানো ফর্মুলার অধীনে বিশ্বের চারটি গ্যাস ট্রেডিং হাবের গত এক বছরের মূল্যের গড় (ওজনযুক্ত মূল্য) নেওয়া হয় এবং তারপরে এটি তিন মাসের ব্যবধানে প্রয়োগ করা হয়।

কী সুবিধা মিলবে?
সরকারের দাবি, নতুন ফর্মুলা কার্যকর হলে পিএনজি ও সিএনজি-র দাম সস্তা হবে। এর ফলে গৃহস্থালির গ্রাহকরা আরও স্থিতিশীল মূল্যে গ্যাস পাবেন। এ ছাড়া সার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সস্তায় গ্যাস পাবে। এর ফলে সারে ভর্তুকি কমবে। নতুন ফর্মুলা বাস্তবায়নের ফলে জ্বালানি খাতে সস্তায় গ্যাস পাবে। এর মাধ্যমে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনকারী দেশগুলো বেশি উৎপাদনে উৎসাহিত হবে।

নতুন ফর্মুলা বাস্তবায়নের ফলে বাজারের ওঠা-নামায় প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারীর কোনও ক্ষতি হবে না। আন্তর্জাতিকভাবে গ্যাসের দাম ব্যাপক বৃদ্ধির কারণে গ্রাহক ক্ষতির হাত থেকে রেহাই পাবেন। এছাড়া ONGC এবং অয়েল ইন্ডিয়াকে নতুন বিনিয়োগের জন্য উৎসাহিত করবে।

প্রসঙ্গত, সরকার নতুন ফর্মুলা নির্ধারণের জন্য কিরীট পারিখের নেতৃত্বে ২০২২ সালের অক্টোবরে একটি কমিটি গঠন করেছিল। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে নয়া ফর্মুলা তৈরি করেছে। এই কমিটি ২০২৬ সালের জানুয়ারির মধ্যে গ্যাস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণমুক্ত করার সুপারিশ করেছিল। যদিও মন্ত্রিসভার সিদ্ধান্তে এই নিয়ন্ত্রণহীন সুপারিশের বিষয়ে কিছু জানানো হয়নি।

Next Article
Fraud Case: আপনার অগোচরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হতে পারে কোটি কোটি টাকার লেনদেন, সাবধান হোন…
Investment Scheme: অবসরের আগেই ধনী হতে চান? এই ফর্মূলা মেনে চললেই হবে কেল্লাফতে