AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cognizant CEO: বেতন মুকেশ আম্বামীর ৪ গুণ, বোনাস ৬ কোটি টাকা! কগনিজেন্টের নতুন সিইও-র রোজগার চমকে দেবে

Rabi Kumar Salary: ধনকুবের মুকেশ আম্বামী ২০২০ সালে নিজের সংস্থা থেকে যত মাইনে পেতেন তার থেকেও বেশি মাইনে রবি কুমার পাবেন কগনিজেন্টে।

Cognizant CEO: বেতন মুকেশ আম্বামীর ৪ গুণ, বোনাস ৬ কোটি টাকা! কগনিজেন্টের নতুন সিইও-র রোজগার চমকে দেবে
রবি কুমার ও মুকেশ আম্বানী
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 7:23 PM
Share

মুম্বই: কগনিজেন্ট দেশের প্রথম সারির অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা। সম্প্রতি ওই সংস্থার সিইও নির্বাচিত হয়েছেন রবি কুমার। কগনিজেন্ট সংস্থার নিয়ন্ত্রক বোর্ডে দীর্ঘদিন কার করার পর সিইও হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর আগে কগনিজেন্টের সিইও ছিলেন ব্রায়ান হামফ্রিস। কিন্তু কে এই রবি কুমার? কী ভাবে কগনিজেন্টের মতো সংস্থার চিফ অপারেটিং অফিসার পদে বসলেন তিনি। সংস্থার প্রধান হিসাবে কত টাকা মাইনে পাবেন তিনি। এ সব প্রশ্ন নিয়ে উৎসাহ ছড়িয়েছে। কগনিজেন্টের আগে অন্য কোন তথ্যপ্রযুক্তি সংস্থায় দায়িত্ব তিনি ছিলেন তা নিয়েও উৎসাহ ছড়িয়েছে ওই সংস্থার কর্মীদের মধ্যে।

জানা গিয়েছে, কগনিজেন্টের আগে ইনফোসিসের ডিরেক্টর হিসাবে কাজ করতেন তিনি। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন তিনি। ইনফোসিসে দীর্ঘ ২০ বছর কাজ করেছেন তিনি। সেই সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। দীর্ঘদিন সংস্থার অন্দরে নেতৃত্ব দিয়েছেন তিনি। সংস্থার বিভিন্ন কাজের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে। ডিজিটাল ট্রান্সফরমেশন, কনসাল্টিং, ট্রাডিশনাল টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ডেটা এবং অ্যানালিটিক্স, ক্লাউডের মতো বিভিন্ন শাখায় নেতৃত্ব দিয়েছেন তিনি।

রবি কুমার এক জন উচ্চ শিক্ষিত ব্যক্তি। শিবাজি বিশ্ববদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি। এর পর জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ পাশ করেন। কগনিজেন্টে বিশাল অঙ্কের মাইনের বদলে দায়িত্ব নিয়েছেন তিনি। এমনকি ধনকুবের মুকেশ আম্বামী ২০২০ সালে নিজের সংস্থা থেকে যত মাইনে পেতেন তার থেকেও বেশি মাইনে রবি কুমার পাবেন কগনিজেন্টে।

জানা গিয়েছে, কগনিজেন্টে বছরে ৫৭ কোটি টাকা বেতন পাবেন তিনি। যা প্রায় ৭০ লক্ষ ডলার। এই বেতন মুকেশ আম্বামির ২০২০ সালের মাইনের তুলনায় চার গুণ বেশি। যদিও গত দু’বছর অবশ্য মাত্র ১ টাকা বেতন নিয়েছেন মুকেশ আম্বানী। তবে শুধু কোটি কোটি টাকা মাইনেই নয়, ওই সংস্থায় যোগ দেওয়ার জন্য সাড়ে সাত লক্ষ ডলার বোনাস পাবেন। যা ভারতীয় মুদ্রায় ৬ কোটি টাকা।