Commercial LPG Cylinder Rates: পুজোর মুখে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের
Commercial LPG Cylinder Rates: পুজোর মুখে দাম বাড়ল রান্নার গ্যাসের। তবে গৃহস্থালীর ১৪ কেজি ওজনের সিলিন্ডারের নয়, দাম বাড়ানো হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা বাড়ানো হয়েছে।
নয়া দিল্লি: পুজোর মুখে দাম বাড়ল রান্নার গ্যাসের। তবে গৃহস্থালীর ১৪ কেজি ওজনের সিলিন্ডারের নয়, দাম বাড়ানো হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসে, এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৩৯ টাকা বাড়ানো হয়েছিল। ১,৬৯১.৫০ টাকা দাম হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের। ফলে, এই নিয়ে টানা দ্বিতীয় মাসে বৃদ্ধি পেল এলপিজি সিলিন্ডারের দাম। এছাড়া, ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা করে। গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য অপরিবর্তিতই রয়েছে। ১৪ কেজি সিলিন্ডারগুলি এরপরও ৮০৩ টাকাতেই পাওয়া যাবে।
প্রতি মাসের শুরুতেই, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, রান্নার গ্যাস এবং জেট ফুয়েলের সংশোধিত দাম ঘোষণা করে। বাজারের অবস্থা অনুযায়ী, দাম বাড়ানো বা কমালো হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, বৈদেশিক মুদ্রার হার, কর নীতি এবং সরবরাহ ও চাহিদার মতো বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে গ্যাসের দামের পরিবর্তন। দুর্গাপুজো এবং দীপাবলির মতো বড় উৎসবের ঠিক আগে গ্যাসের দামের এই বৃদ্ধি, ব্যবসায়িক জগতে বড় প্রভাব ফেলবে বল মনে করা হচ্ছে।
এদিকে, দিল্লিতে এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম ৬ শতাংশ কমানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত প্রতি কিলোলিটারে ৯৩,৪৮০ টাকায় বিক্রি হত বিমানের জ্বালানি। দাম কমে প্রতি কিলোলিটার ৮৭,৫৯৭ টাকা হয়েছে। চলতি বছরের এপ্রিলের পর, এটাই বিমানের জ্বালানির সর্বনিম্ন দাম। এর ফলে, বিমান সংস্থাগুলি কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। গত অগস্ট মাসে পরপর দুবার দাম বেড়েছিল এভিয়েশন টারবাইন ফুয়েলের। গত মাসে, জেট ফুয়েলের দাম ৪.৬ শতাংশ কমানো হয়েছিল।