Condom Order In Swiggy : ১২ মাসে যৌনতার রেকর্ড! এই শহরে সুইগিতে ৫৭০ গুণ বেশি কন্ডোম অর্ডার হয়েছে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 04, 2022 | 9:20 AM

Condom Order In Swiggy : মুম্বইয়ের গ্রাহকরা গত ১২ মাসে আগের বছরের তুলনায় ৫৭০ গুণ বেশি কন্ডোম অর্ডার দিয়েছে সুইগি ইন্সটামার্টে। ১০ মিনিটের গ্রোসারি ডেলিভারি সার্ভিসটি এই মেট্রো শহরগুলিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গত ১২ মাসে।

Condom Order In Swiggy : ১২ মাসে যৌনতার রেকর্ড! এই শহরে সুইগিতে ৫৭০ গুণ বেশি কন্ডোম অর্ডার হয়েছে
প্রতীকী ছবি (সৌজন্যে : Pixabay)

Follow Us

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগিতে কন্ডোম বিক্রির তথ্য প্রকাশ হয়েছে সম্প্রতি। তথ্য অনুযায়ী, মুম্বইয়ের গ্রাহকরা গত ১২ মাসে আগের বছরের তুলনায় ৫৭০ গুণ বেশি কন্ডোম অর্ডার দিয়েছে সুইগি ইন্সটামার্টে। ১০ মিনিটের গ্রোসারি ডেলিভারি সার্ভিসটি এই মেট্রো শহরগুলিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গত ১২ মাসে। সুইগি ইন্সটামার্টে ডিম, কন্ডোম, স্যানিটারি ন্যাপকিন এবং ট্যাম্পনের মতো সামগ্রীগুলি সবথেকে অর্ডার করা হয়েছে। গত একবছরে সুইগি ইনস্টামার্টের ব্যবসা ১৬ গুণ বেড়েছে।

বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, দিল্লি এবং চেন্নাইয়ের গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করছেন সর্বাধিক। এই শহরগুলিতে যে পণ্য সর্বাধিক অর্জার দেওয়া হয়, তারমধ্যে রয়েছে – স্যানিটারি ন্যাপকিন, মেনসট্রুয়াল কাপ এবং ট্যাম্পন (গত বছরে প্রায় দুই মিলিয়ন ইউনিট অর্ডার করা হয়েছে) এবং ব্যান্ড-এইডস (৪৫ হাজার বক্স)। এপ্রিল থেকে জুনে গ্রীষ্মের মাসগুলিতে এই শহরগুলিতে আইসক্রিমের চাহিদা ৪২ শতাংশ বেড়ে গিয়েছিল এবং বেশিরভাগ অর্ডার রাত ১০টার পরে দেওয়া হয়েছিল।

ভোক্তারা ইনস্ট্যান্ট নুডলসের ৫.৬ মিলিয়ন প্যাকেট অর্ডার দিয়েছেন সুইগির মাধ্যমে। হায়দরাবাদে গ্রীষ্মের সময় গ্রাহকরা প্রায় ২৭ হাজারেরও বেশি বোতল তাজা ফলের রসের অর্ডার দিয়েছিলেন`ইনস্টামার্টে। এদিকে ডিমের অর্ডারও বেড়েছে। ৫০ মিলিয়ন ডিম অর্ডার করা হয়েছে ইনস্টামার্টে। বেঙ্গালুরু, দিল্লি এবং মুম্বই গত বছরে গড়ে ৬ মিলিয়ন ডিমের অর্ডার দিয়েছে। বেঙ্গালুরু এবং হায়দরাবাদে ব্রেকফাস্টের সময় সর্বাধিক ডিম অর্ডার করা হয়েছিল। তাছাড়া দুধেরও অর্ডার বেড়েছে। দেশে ৩০ মিলিয়ন বার দুধ অর্ডার দেওয়া হয়েছে ইনস্টামার্টে। গত বছরে বাথরুম ক্লিনার, স্ক্রাব প্যাড, ড্রেন ক্লিনারের মতো পণ্য অর্ডার হয়েছে ২ লাখেরও বেশি বার।

Next Article