Kunal Shah: ডিগ্রি নেই, কিন্তু CRED-এর মতো সংস্থার প্রতিষ্ঠাতা; কুনাল শাহের বেতন অবাক করবে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 03, 2023 | 9:41 AM

cred founder Kunal Shah story: বিল গেটস থেকে মার্ক জুকেরবার্গ পর্যন্ত, গোটা বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবেররা প্রমাণ করে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ড্রপআউটরা, অর্থাৎ, যারা বিশ্ববিদ্যআলয়ের পড়াশোনা শেষ করেনি, তারাও দূরদৃষ্টি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারে। বেঙ্গালুরু শহরেও এমন এক ব্যক্তি আছেন, ক্রেড (CRED) সংস্থার প্রতিষ্ঠাতা কুনাল শাহ। আজ জেনে নেওয়া যাক তাঁর অবিশ্বাস্য কাহিনি।

Kunal Shah: ডিগ্রি নেই, কিন্তু CRED-এর মতো সংস্থার প্রতিষ্ঠাতা; কুনাল শাহের বেতন অবাক করবে
২০১৮ সালে ক্রেড সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন কুনাল শাহ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বেঙ্গালুরু: বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির গুরুত্ব কখনই অস্বীকার করা যায় না। তবে, তা না থাকলেই মাথায় আকাশ ভেঙে পড়ল, বা জীবনে সফল হওয়া যাবে না, তা নয়। এটাই সাফল্যের একমাত্র উপায় নাও হতে পারে। বিল গেটস থেকে মার্ক জুকেরবার্গ পর্যন্ত, গোটা বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবেররা প্রমাণ করে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ড্রপআউটরা, অর্থাৎ, যারা বিশঅববিদ্যআলয়ের পড়াশোনা শেষ করেনি, তারাও দূরদৃষ্টি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারে। বেঙ্গালুরু শহরেও এমন এক ব্যক্তি আছেন, ক্রেড (CRED) সংস্থার প্রতিষ্ঠাতা কুনাল শাহ। আজ জেনে নেওয়া যাক তাঁর অবিশ্বাস্য কাহিনি –

বিশ্ববিদ্যালয় ড্রপআউট থেকে সফল উদ্যোগপতি

প্রথমে ফ্রিচার্জ

উইলসন কলেজ থেকে দর্শন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর, ২০০৩ সালে এনএমআইএমএস-এ (NMIMS) একটি ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়েছিলেন কুণাল। এক বছর পড়াশোনা করার পর, তিনি পড়াশোনা ছেড়ে নয়া উদ্যোগ প্রতিষ্ঠার স্বপ্নকে ধাওয়া করার সিদ্ধান্ত নেন। ক্রেড সংস্থার সাফল্য আসার আগে, তিনি ‘পয়সাব্যাঙ্ক’ (PaisaBack) নামে আরেকটি সংস্থা চালু করেছিলেন। খুচরো বিক্রেতাদের জন্য একটি ক্যাশব্যাক এবং প্রচারমূলক ডিসকাউন্ট ক্যাম্পেইন প্ল্যাটফর্ম ছিল সেটি। ২০১০ সালে, তিনি ‘ফ্রিচার্জ’ সংস্থা চালু করার জন্য পয়সাব্যাঙ্ক বন্ধ করার সিদ্ধান্ত নেন। ২০১৫ সালে ‘ফ্রিচার্জ’ সংস্থাটিকে ৪৫ কোটি মার্কিন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করেছিল। ২০১৭ সালে, এই সংস্থার মালিকানা যায় অ্যাক্সিস ব্যাঙ্কের হাতে।

২০১৮-য় এল ক্রেড

২০১৮ সালে বেঙ্গালুরু থেকেই ক্রেড সংস্থা প্রতিষ্ঠা করেন কুনাল। ক্রেড হল একটি ফিনটেক সংস্থা। এই সংস্থা, গ্রাহকদের সময়মতো তাদের ক্রেডিট কার্ড বিল পরিশোধ করার সুযোগ করে দেয় এবং তার জন্য বিভিন্ন বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃতও করে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই পোর্টালে একাধিক কার্ড পরিচালনা করতে পারেন। ক্রেডিট স্কোর বিশ্লেষণও করতে পারেন।

কুনাল শাহের বেতন

ইনস্টাগ্রাম স্টোরিতে কুনাল শাহ জানিয়েছেন, তিনি মাসে মাসে ১৫,০০০ টাকা করে বেতন পান। তাঁর মতে, ক্রেড যতক্ষণ না একটি লাভজনক সংস্থায় পরিণত হচ্ছে, ততক্ষণ এর প্রতিষ্ঠাতা হিসাবে তাঁর বেশি বেতন পাওয়া উচিত নয়। কুনাল আরও বলেছেন, এই বেতনেই তাঁর দিব্বি দিন চলে যায়। কারণ তাঁর আগের সংস্থা, ফ্রিচার্জ, বেশ ভাল দামেই বিক্রি হয়েছিল।

Next Article