Dawood Ibrahim: নিলামে উঠল দাউদের ৪ সম্পত্তি, ১৫ হাজারি জমি কত টাকায় বিক্রি হল জানেন?

Sukla Bhattacharjee |

Jan 05, 2024 | 9:50 PM

Dawood Ibrahim's property auctioned: কেবল একটি জমি নয়, এদিন দাউদের মোট ৪টি সম্পত্তি নিলামে তোলা হয়। যার মধ্যে ১ লক্ষ ৫৬ হাজার টাকার আরও একটি জমি বিক্রি হয় ৩ লক্ষ ২৮ হাজার টাকায়। এদিন নিলামে ওঠা দাউদের ৪টি পৈতৃক সম্পত্তির মোট দাম রাখা হয়েছিল ১৯ লক্ষ ২০ হাজার টাকা। তার মধ্যে সবচেয়ে ছোট জমিটির দামই কোটি ছাড়িয়ে যায়।

Dawood Ibrahim: নিলামে উঠল দাউদের ৪ সম্পত্তি, ১৫ হাজারি জমি কত টাকায় বিক্রি হল জানেন?
দাউদ ইব্রাহিম। ফাইল ছবি।
Image Credit source: X

Follow Us

মুম্বই: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একসময়ে রাজ চলত গোটা বলিউডে। বর্তমানে দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) কোথায় রয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে যেখানেই থাকুন না কেন তিনি যে আজও ডন, তা তাঁর সম্পত্তির নিলামের দরেই স্পষ্ট। আজও দাউদের সম্পত্তির দর আকাশছোঁয়া। মহারাষ্ট্রে দাউদ ইব্রাহিমের একটি ছোট্ট জমির দাম উঠল ২ কোটি টাকা। যা এককথায় অবিশ্বাস্য!

মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বকে গ্রামে একটি কৃষি জমি ছিল দাউদ ইব্রাহিমের। এটি তাঁর পৈতৃক সম্পত্তি। ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিটার অব প্রপার্টি) অ্যাক্ট’ (এসএএফইএমএ)-এর অধীনেই এদিন এই জমিটি নিলামে তোলে এসএএফইএমএ। নিলামে তোলার সময় সেই জমিটির দাম দেওয়া হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। কিন্তু, হাতুড়ি পরার সঙ্গে সঙ্গেই চড়চড়িয়ে বাড়তে থাকে জমির দাম। শেষ পর্যন্ত ২ কোটি টাকায় বিক্রি হয় জমিটি।

কেবল এই একটি জমি নয়, এদিন দাউদের মোট ৪টি সম্পত্তি নিলামে তোলা হয়। যার মধ্যে ১ লক্ষ ৫৬ হাজার টাকার আরও একটি জমি বিক্রি হয় ৩ লক্ষ ২৮ হাজার টাকায়। এদিন নিলামে ওঠা দাউদের ৪টি পৈতৃক সম্পত্তির মোট দাম রাখা হয়েছিল ১৯ লক্ষ ২০ হাজার টাকা। তার মধ্যে সবচেয়ে ছোট জমিটির দামই কোটি ছাড়িয়ে যায়।

প্রসঙ্গত, ২০১৭ ও ২০২০ সালেও দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে তোলা হয়। দু-দফায় মোট ১৭টি সম্পত্তি নিলামে তোলা হয়। যার মধ্যে ২০১৭ সালে দাউদের বাড়ি, হোটেল, গেস্ট হাউস
মিলিয়ে ১১ কোটি টাকা নিলাম ওঠে।

প্রসঙ্গত, ১৯৯৩ মুম্বই হামলার অন্যতম চক্রী হিসাবে নাম জড়িয়েছে দাউদ ইব্রাহিমের। তারপর থেকেই মুম্বইছাড়া ডন। বর্তমানে দাউদ পাকিস্তানের করাচিতে আস্তানা গেড়েছেন বলে খবর। যদিও পাক সরকার এই বিষয়ে নিশ্চয়তা স্বীকার করেনি। সম্প্রতি বিষ খাইয়ে দাউদকে খুনের চেষ্টা করা হয়েছে বলে জোর জল্পনা ছড়ায়। সবমিলিয়ে, ভারতে না থাকলেও আজও দাউদ ইব্রাহিমকে নিয়ে জনমানসে কৌতূহলের অন্ত নেই।

Next Article