নয়া দিল্লি: দিনে দিনে আর্থিক লেনদেনে নগদ টাকার ব্যবহার ক্রমশ কমছে। অনলাইনে আর্থিক লেনদেন করতেই পছন্দ করেন বেশিরভাগ মানুষ। আর্থিক লেনদেনে ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহার করলে মেলে একাধিক সুযোগ-সুবিধাও। আপনিও যদি ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড-উভয়ই ব্যবহার করেন, তবে কোন কার্ড ব্যবহার করলে বেশি লাভবান হবেন, তা জেনে নিন। দুই কার্ডের মধ্যে তুলনা করলে দেখা যাবে, ক্রেডিট কার্ডেই সুবিধা বেশি।
ক্রেডিট কার্ডের সবথেকে বড় সুবিধা হল রিওয়ার্ড পয়েন্ট। সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেই রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, শপিং, সিনেমা হল, ঘুরতে যাওয়ার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করলে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। এই রিওয়ার্ড পয়েন্ট পরবর্তী শপিং বা অন্য কোনও কেনাকাটায় খরচ করতে পারেন।
একাধিক ব্যাঙ্কই তাদের গ্রাহকদের জন্য জয়েনিং বেনেফিট হিসাবে সুযোগ-সুবিধা দেয়। এতে ক্য়াশব্যাক, বিভিন্ন মেম্বারশিপ, গিফট ভাউচার, এমনকী ফ্রিতে বিমানের টিকিট অবধি পাওয়া যায়। অনেক ব্যাঙ্ক আবার নির্দিষ্ট অঙ্ক খরচ করলে, জয়েনিং ফি-ও মকুব করে দেয়।
ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ক্যাশব্যাক ও ডিসকাউন্টও পাওয়া যাবে। সাধারণত ১ থেকে ১৫ শতাংশ অবধি ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পাওয়া যায়।
ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ডে আর্থিক লেনদেন অনেক বেশি সুরক্ষিত। ক্রেডিট কার্ডে বিনা অথারাইজেশনে লেনদেন করা যায় না। সেখানেই ডেবিট কার্ডের পিন জানা থাকলেই লেনদেন করা সম্ভব।
ক্রেডিট কার্ড ব্যবহার করা হলে ক্রেডিট স্কোরেও উন্নতি হয়। এই ক্রেডিট স্কোর পরবর্তী সময়ে ঋণ পাওয়ার ক্ষেত্রেও বিশেষ সাহায্য করে।