কোনও গৃহবধূর নামে যদি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) থাকে, তাহলে কি তাঁকেও আয়কর রিটার্ন ফাইল করতে হবে? এই প্রশ্ন অনেকের মনেই থাকে। অনেক ক্ষেত্রেই কর কাটার পর ফিক্সড ডিপোজিটের সুদ ঢোকে অ্যাকাউন্টে। তবে ব্যাঙ্কে ১৫জি ফর্ম জমা দিলে সেই কর ফেরত পাওয়া যায়। তবে ১৫জি ফর্ম জমা করার জন্য আয়কর রিটার্ন জমা দিতে হবে কি না তা নিয়ে অনেকের মনেই সংশয় থাকে। এই আবহে গত অর্থবর্ষের কেটে যাওয়া কর কীভাবে ফেরত পাওয়া যাবে?
আপনি যদি চান যে ফিক্সড ডিপোজিটের সুদের টাকা থেকে টিডিএস না কাটে তাহলে আপনাকে ১৫জি ফর্ম জমা দিতে হবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে টিডিএস না কাটানোর জন্য ১৫এইচ ফর্ম জমা দিতে হবে। তবে কোনও গৃহবধূকে যদি ১৫জি ফর্ম ভরতে হয় তাহলে তাঁকে দুটি শর্ত পূরণ করতে হবে। কোনও গৃহবধূর আয় যদি আড়াই লাখের কম হয় এবং তাঁকে আয়কর বাবদ কোনও টাকা না দিতে হয়, তাহলেই তিনি ১৫জি ফর্ম ভরার যোগ্য। তবে টিডিএস যাতে না কাটে, তার জন্য প্রতি বছরই এই ১৫জি ফর্ম ভরে জমা দিতে হবে। বছরের শুরুতেই এই ফর্ম জমা দেওয়া উচিত। তাহলে টিডিএস কাটবে না সুদ থেকে। তবে যদি কোনও গৃবধূর আয় আড়াই লাখ টাকার বেশি হয়, সেই ক্ষেত্রে তাঁকে আয়কর রিটার্ন ফাইল করতে হবে।
এবার ২০২১-২২ অর্থবর্ষের আয়কর রিটার্ন ফাইল করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে সেই ক্ষেত্রে করতাদাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। এই ক্ষেত্রে করদাতার আয় আড়াই লাখ থেকে পাঁচ লাখের মধ্যে হতে হবে। যদি কোনও গ্রহবধূর আয় পাঁচ লাখের বেশি হয় তাহলে আয়কর রিটার্ন ফাইলের সময় জরিমানার পরিমাণ পাঁচ হাজার টাকা হবে। এদিকে যদি কোনও গৃহবধূর আয় আড়াই লাখের গণ্ডি না ছাড়ায়, তাহলে তাঁকে আয়কর রিটার্ন ফাইল করার সময় কোনও জরিমানা দিতে হবে না।