ওয়াশিংটন: ২০২২ সালে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন মার্কিন শিল্পপতি ইলন মাস্ক। তারপর গোটা সংস্থার খোলনলচে বদলে ফেলেন তিনি। একাধারে সংস্থার অন্দরে শুরু হয় কর্মী ছাঁটাই, কাজ যায় ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা পরেশ আগরওয়ালেরও।
সংস্থার অভ্যন্তরীণ বদলের পাশাপাশি বদল দেখা যায় অন্যান্য বিষয়গুলিতেও। বদলে যায় নাম, লুক সবই। নতুন রূপ পায় টুইটার। নাম হয় এক্স। সেই সময় টুইটারের বিখ্য়াত লোগো সেই নীল পাখিটিকেও সরিয়ে দেয় ইলন। জানা গিয়েছে, এতদিন সেই নীল পাখির মালিকানা তার কাছে ছিল, যা অবশেষে অন্যের হাতে তুলে দিলেন মার্কিন শিল্পপতি ইলন মাস্ক।
স্যান ফ্রান্সিসকো শহরে অবস্থিত এক্সের সদর দফতরের অন্দরে ছিল টুইটারের এই পুরনো লোগোটি। লম্বায় ১২ ফুট, প্রস্থে ৯ ফুট। ওজন প্রায় আড়াইশো কেজির উপর। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন হয়েছিল বিরল জিনিসপত্রের নিলাম সভা। সেখানেই নিলাম হয় টুইটারের বিরাট আকৃতির লোগো।
কিন্তু কত টাকায় নীল পাখিকে বিক্রি করল মাস্ক? জানা গিয়েছে, এই নিলাম সভায় মাস্কের কেনা টুইটারের পুরনো লোগো বিক্রি হল ৩৪ হাজার ৩৭৫ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ২৮ লক্ষ ৫৬ হাজার টাকা। তবে এই লোগো কাকে বিক্রি করেছেন তিনি, সেই নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি নিলান অনুষ্ঠানকারী সংস্থা। প্রসঙ্গত, ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, এক্সের জন্য ৪৪ বিলিয়ন ডলার বিনিয়োগ তোলার জন্য উঠে পড়ে লেগেছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের বেশ কিছু বড় বড় শিল্পপতিদের সঙ্গে এই বিনিয়োগ টানতে আলোচনা চালাচ্ছেন মাস্ক। তবে ঠিক কী কারণে নতুন করে নিজের সংস্থার জন্য বিনিয়োগ টানতে উদ্যত্ত হয়েছেন শিল্পপতি, সেই প্রসঙ্গে কোনও তথ্য জানা সম্ভব হয়নি।