AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar-এর সঙ্গে Mobile Number যুক্ত করা রয়েছে তো? নাহলে তুলতে পারবেন না EPFO-এর টাকা!

Employees' Provident Fund Organisation: ১ অগস্ট ২০২৫ থেকে ইপিএফও অ্যাকাউন্টের নতুন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN তৈরির জন্য আধার ভিত্তিক ফেস অথন্টিকেশন বাধ্যতামূলক করেছে।

Aadhaar-এর সঙ্গে Mobile Number যুক্ত করা রয়েছে তো? নাহলে তুলতে পারবেন না EPFO-এর টাকা!
ফাইল চিত্রImage Credit: Getty Images
| Updated on: Aug 14, 2025 | 7:07 PM
Share

কর্মচারীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনও কর্মচারীর অবসরকালীন বা আপৎকালীন তহবিল হিসাবে ব্যবহৃত হতে পারে এই ফান্ড। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক পরিবর্তন দেখেছে ইপিএফও। আর এবার নতুন আর এক বদল নিয়ে এসেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

১ অগস্ট ২০২৫ থেকে ইপিএফও অ্যাকাউন্টের নতুন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN তৈরির জন্য আধার ভিত্তিক ফেস অথন্টিকেশন বাধ্যতামূলক করেছে। ৩০ জুলাই জারি করা একটি সার্কুলারে এই আধার ভিত্তিক ফেস অথন্টিকেশন প্রযুক্তি ব্যবহার করে UAN তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত UAN-কে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্ত করতে এই পদক্ষেপ নিচ্ছে ইপিএফও। UAN হল কোনও কর্মচারীর ১২ ডিজিটের একটু ইউনিক অ্যাকাউন্ট নম্বর।

UAN ছাড়া পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে ও অ্যাকাউন্ট অ্যাকসেস করতে খুবই সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। নতুন নিয়ম অনুযায়ী কোনও সংস্থার কর্মীরা আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশনের মাধ্যমে UAN তৈরি করতে পারবে। এর জন্য তাঁরা উমঙ অ্যাপ ব্যবহার করতে পারবেন।

এই প্রযুক্তির ব্যবহার কোনও মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরতদের জন্য কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। এ ছাড়াও যে সব এমপ্লয়ী টেক স্যভি নন, সমস্যায় পড়তে পারেন তাঁরাও।