ভোটের মুখে বড় সিদ্ধান্ত ইপিএফের সুদে, কমছে না বাড়ছে?

বিশেষজ্ঞরা বলছেন, সামনেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই দিকে লক্ষ্য রেখেই এই ঘোষণা করল কেন্দ্র।

ভোটের মুখে বড় সিদ্ধান্ত ইপিএফের সুদে, কমছে না বাড়ছে?
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 04, 2021 | 3:03 PM

কলকাতা: করোনা আবহে আশঙ্কা ছিল সুদ কমতে পারে ইপিএফের (EPFO)। সেই নিয়ে জোর জল্পনা দেখা দিয়েছিল সব মহলে। চিন্তায় ভাঁজ পড়েছিল চাকুরিজীবীদের কপালে। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিল ইপিএফও। গত বছরের সুদই অপরিবর্তিত থাকল ২০২০-২১ অর্থবর্ষে। এ বারও ৮.৫ শতাংশ সুদই পাবেন চাকুরিজীবীরা।

বিশেষজ্ঞরা বলছেন, সামনেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই দিকে লক্ষ্য রেখেই এই ঘোষণা করল কেন্দ্র। এ দিন অছি পরিষদের বৈঠকে স্থির হয় এই অর্থবর্ষে কমবে না ইপিএফের সুদ। যার ফলে ৭ কোটিরও বেশি চাকুরিজীবীরা ৮.৫ শতাংশ সুদ পাবেন এই অর্থবর্ষে। দেশে সব জায়গায় সুদের হার কমছে। তাই আশঙ্কা ছিল প্রভিনেন্ট ফান্ডের ক্ষেত্রেও সুদের হার কমবে।

এর আগে প্রভিনেন্ট ফান্ডের টাকা দু’টি কিস্তিতে ঢোকা নিয়েও জল্পনা দেখা গিয়েছিল। তবে ২০২০ সালে শেষের দিকে কেন্দ্র জানিয়েছিল লকডাউন উঠে যাওয়ায় ও বাজার সচল হওয়ায় এককালীন ৮.৫ শতাংশ সুদ দিতেও কোনও অসুবিধা হবে না।

আরও পড়ুন: পিএফে কমতে পারে সুদের হার, বৃহস্পতিবার বসছে বৈঠক