ব্যবসা শুরু করতে চান? ৫০ লক্ষ টাকা অবধি লোন দেবে ফেসবুক

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 24, 2021 | 11:22 PM

এই লোনের জন্য কিছু বন্দক রাখার প্রয়োজন নেই, কোনও প্রসেসিং ফি-ও দিতে হবে না।

ব্যবসা শুরু করতে চান? ৫০ লক্ষ টাকা অবধি লোন দেবে ফেসবুক
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: যদি ছোট কোনও ব্যবসার করতে চান কিংবা ব্যবসার জন্যে লোনের খোঁজ করেন তাহলে তাঁদের জন্য স্বস্তির খবর। ফেসবুক নিয়েছে এক নতুন উদ্যোগ। ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। আর এই লোন পেতে হলে কিছু জমা পর্যন্ত রাখতে হবে না। এই লোন মাত্র পাঁচদিনের মধ্যেই পেয়ে যাওয়া যায়।

অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়া এই সংস্থা অর্থাৎ ফেসবুক এবার ধীরে ধীরে লোন সেক্টরে নিজেদের জায়গা শক্ত করতে চাইছে। বিশ্বের মধ্যে প্রথমবার ভারতে স্মল বিজনেস লোন ইনেসিয়েটিভ স্কিমের ঘোষণা করেছে এই সংস্থা। অর্থাৎ ছোট ব্যবসায়ীদের জন্য ঋণের ব্যবস্থা। ফেসবুক এই স্কিমের জন্য ফিনান্সিয়াল কোম্পানি ইন্ডিফাই (Indifi) এর সঙ্গে এই চুক্তি করেছে। এই কোম্পানির মাধ্যমে এই লোন পাইয়ে দিতে সাহায্য করবে ফেসবুক।

ফেসবুক ইন্ডিয়ার কর্তা অজিত মোহন জানিয়েছেন, এই স্কিমের লক্ষ্য হল ছোট ব্যবসায়ী অর্থাৎ MSME গুলিকে পুঁজির ব্যবস্থা করে দেওয়া। শুধু তাই নয়, এই লোন পাওয়ার জন্যে কোনও কিছু বন্দক রাখতে হবে না। অজিত মোহন আরও জানিয়েছেন যে, এই যোজনার মাধ্যমে ফেসবুকের প্লাটফর্মে বিজ্ঞাপন দেওয়া ছোট ব্যবসায়ী পাঁচ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ফেসবুক লোন পেতে পারবে। আর এই লোনে ১৭ থেকে ২০ শতাংশ হারে সুদ দিতে হবে।

এই লোন পাওয়ার জন্যে আবেদনকারীকে কোনও প্রসেসিং ফি পর্যন্ত দিতে হবে না। ফেসবুকের মাধ্যমে ইন্ডিফাই (Indifi) তে আবেদন করতে হবে শুধু। তবে এই লোন পাওয়ার জন্যে বেশ কিছু প্রামাণ্য নথি জমা দেওয়ার প্রয়োজন। আর তা জমা দেওয়ার পাঁচদিনের মধ্যে এই লোনের টাকা অ্যাকাউন্টে চলে আসবে আপনার। তবে অবশ্যই ইন্ডিফাই (Indifi) আপনার জমা দেওয়া সমস্ত কাগজ আগে যাচাই করবে এরপরেই লোনের টাকা দেওয়া হবে। মহিলা ব্যবসায়ীদের জন্যে যদিও বেশ কিছু সুবিধার কথা বলা হয়েছে। এর মধ্যে ফেসবুকের কোনও রেভিনিউ শেয়ার পর্যন্ত দিতে হবে না। এই স্কিম ইন্ডিফাইয়ের মাধ্যমে চলতে থাকবে। ইতিমধ্যে ফেসবুক তাঁদের এই সুবিধা দেশের ২০০ টি শহরের জন্যে ইতিমধ্যে খুলে দিয়েছে। ফেসবুক মনে করছে তাঁদের এই যোজনার মাধ্যমে বহু ব্যবসায়ী বিশেষ করে ছোট ব্যবসায়ী উপকৃত হবেন। আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে দারুণ অফার SBI-র, ডিপোজিট প্রকল্পে মিলবে অতিরিক্ত সুদ, বিস্তারিত জানুন…

Next Article