কলকাতা: আগামী মাস থেকেই বেশ কিছু নিয়মে বদল আনছে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। জানা গিয়েছে, আইএমপিএস, এনইএফটি এবং আরটিজিএস-র মতো অনলাইন লেনদেনের নিয়মে বেশ কিছু বদল নিয়ে আসা হচ্ছে। স্টেট ব্যাঙ্কের আইএমপিএস লেনদেনের উর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন নিয়মে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা ২ লক্ষ টাকার পরিবর্তে ৫ লক্ষ টাকা অবধি লেনদেন করতে পারবেন। চলতি মাসের শুরুতেই স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছিল। সাম্প্রতিক এক নির্দেশিকা স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং ইয়োনোর মতো ডিজিটাল মাধ্যমে আইএমপিএস ব্যবহার করে ৫ লক্ষ টাকা লেনদেনে গ্রাহককে অতিরিক্ত কোনও শুল্ক দিতে হবে না।
“গ্রাহকদের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে লেনদেনে আরও উৎসাহিত করতে, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং ইয়োনো ব্যবহার করে ৫ লক্ষ টাকা অবধি লেনদেন কোনও সার্ভিস চার্জ নেবে না স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ব্যাঙ্কের শাখা ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট অর্থ লেনদেনের ক্ষেত্রেও নিয়মের বদল হচ্ছে।” জানুয়ারি মাসের ৪ তারিখ নির্দেশিকা জারি করে জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
অনলাইনে আইএমপিএস লেনদেন
৫ লক্ষ টাকা অবধি লেনদেনে কোনও সার্ভিস চার্জ বা জিএসটি লাগবে না।
অফলাইনে আইএমপিএস লেনদেন
১ হাজার টাকা অবধি কোনও চার্জ নেই।
১ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা- সার্ভিস চার্জ ২ টাকা + জিএসটি
১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা- সার্ভিস চার্জ ৪ টাকা + জিএসটি
১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা- সার্ভিস চার্জ ১২ টাকা + জিএসটি
২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা- সার্ভিস চার্জ ২০ টাকা + জিএসটি
অনলাইনে এনইএফটি
২ লক্ষ টাকার ওপরে লেনদেন করলেও কোনও সার্ভিস চার্জ বা জিএসটি লাগবে না।
অফলাইনে এনইএফটি
১০ হাজার টাকা অবধি- সার্ভিস চার্জ ২ টাকা + জিএসটি
১০ হাজার থেকে ১ লক্ষ টাকা- সার্ভিস চার্জ ৪ টাকা + জিএসটি
১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা- সার্ভিস চার্জ ১২ টাকা + জিএসটি
২ লক্ষ টাকার ওপরে- সার্ভিস চার্জ ২০ টাকা + জিএসটি
অফলাইনে আরটিজিএস
৫ লক্ষ টাকা অবধি অনলাইন লেনদেনে কোনও চার্জ লাগবে না
অফলাইনে আরটিজিএস
২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা- সার্ভিস চার্জ ২০ টাকা + জিএসটি
৫ লক্ষ টাকা ওপরে- সার্ভিস চার্জ ৪০ টাকা + জিএসটি
আরও পড়ুন দেশে পাম তেলের আমদানির উপর নিষেধাজ্ঞার দাবি জানালো SEA