AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI Rules: অনলাইনে প্রতারণার আর কোনো ঝুঁকিই থাকল না, কড়া নিয়ম আনছে RBI

Online Payment: এসএমএস ভিত্তিক ওটিপি সিস্টেম তো ছিলই, এর বাইরে ইউজার বা ব্যবহারকারীর কাছে কিছু আছে বা কিছু তিনি জানেন, এমন ভিত্তিতে অথেনটিকেশন করা হবে। পাসওয়ার্ড, পাসফ্রেজ, পিন, ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনও বায়োমেট্রিক তথ্য, যা ডিভাইসে রয়েছে বা আধার ভিত্তিক, তা থেকেই এই অথেনটিকেশনের ব্যবস্থা করা হবে।

RBI Rules: অনলাইনে প্রতারণার আর কোনো ঝুঁকিই থাকল না, কড়া নিয়ম আনছে RBI
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াImage Credit: PTI
| Updated on: Sep 27, 2025 | 6:21 PM
Share

নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নয়া নিয়ম। ডিজিটাল পেমেন্ট নিয়ে নতুন নিয়ম-ব্যবস্থা চালু করা হবে। এসএমএসের মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়াও আলাদা নানা পদ্ধতি আনা হচ্ছে টু ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে এই নিয়ম চালু হবে।

এসএমএস ভিত্তিক ওটিপি সিস্টেম তো ছিলই, এর বাইরে ইউজার বা ব্যবহারকারীর কাছে কিছু আছে বা কিছু তিনি জানেন, এমন ভিত্তিতে অথেনটিকেশন করা হবে। পাসওয়ার্ড, পাসফ্রেজ, পিন, ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনও বায়োমেট্রিক তথ্য, যা ডিভাইসে রয়েছে বা আধার ভিত্তিক, তা থেকেই এই অথেনটিকেশনের ব্যবস্থা করা হবে। সহজ কথায় বলতে গেলে, অনলাইনে টাকা প্রতারণা হওয়ার আর কোনও সম্ভাবনা থাকবে না।

সমস্ত পেমেন্ট সিস্টেম প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম পার্টিসিপেন্ট অর্থাৎ ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্ক প্রতিষ্ঠানকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্য়ে ২এফএ মেথড চালু করা এবং ২০২৬ সালের অক্টোবরের মধ্যে ক্রস বর্ডার পেমেন্ট চালু করার কথা বলা হয়েছে।

ট্রানজাকশন লোকেশন, ইউজার প্যাটার্ন, ডিভাইস অ্যাট্রিবিউট ও আগের ট্রানজাকশন প্রোফাইলও খতিয়ে দেখা হবে। বড় মাপের লেনদেন বা হাই রিস্ক ট্রানজাকশনের জন্য ডিজিলকারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা হতে পারে।