Investment in Share Market: SBI থেকে Wipro, জলের দরে বিকোচ্ছে যে সব সংস্থার শেয়ার

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 08, 2023 | 7:28 AM

Investment in Share Market: সময়টা ভাল যাচ্ছে না HDFC-এরও। বর্তমানে দেশের অন্যতম নামজাদা এই ব্যাঙ্কের শেয়ারের দাম ঘোরাফেরা করছে ১৪৯০ টাকার আশপাশে। এদিকে বছর খানেক আগেও এই সংস্থার শেয়ারের দাম ছিল ১৬০০ টাকার উপরে।

Investment in Share Market: SBI থেকে Wipro, জলের দরে বিকোচ্ছে যে সব সংস্থার শেয়ার
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

বিগত কয়েক মাস ধরেই মনটা যেন কেমন খারাপ দালাল স্ট্রিটের। ছোট স্টক হোক বা বড়, বেনামী হোক হোক নামী, কোনও স্টকেই বিশেষ ভাল লাভের মুখ দেখতে পাচ্ছেন না বিনিয়োগকারীরা। UPL থেকে HDFC, উইপ্রো থেকে টিসিএস, সবারই প্রায় এক হাল। 

UPL

ইউপিএল লিমিটেড কৃষি সংক্রান্ত-সহ বিভিন্ন রাসায়নিক প্রোডাক্ট তৈরি করে। বাজারে মূলধন রয়েছে ৪০ হাজার কোটি টাকা। এই মুহূর্তে সর্বনিম্ন দরের কাছাকাছিতে রয়েছে UPL। বর্তমান দর ৫৪০ টাকা। সর্বনিম্ন এবং ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর যথাক্রমে ৫২৮ ও ৮০৭। বিশেষ়জ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে যথেষ্ট সস্তায় পাওয়া গেলেও চলতি বছরে মুনাফা খুব একটা ভাল করতে পারেনি UPL।  

HDFC

সময়টা ভাল যাচ্ছে না HDFC-এরও। বর্তমানে দেশের অন্যতম নামজাদা এই ব্যাঙ্কের শেয়ারের দাম ঘোরাফেরা করছে ১৪৯০ টাকার আশপাশে। এদিকে বছর খানেক আগেও এই সংস্থার শেয়ারের দাম ছিল ১৬০০ টাকার উপরে। সর্বনিম্ন এবং ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর যথাক্রমে ১৭৫৭ ও ১৪৬০ টাকা।

KOTAK BANK

একই অবস্থা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কেরও। বর্তমানে এই সংস্থার একটি শেয়ার সতেরোশো টাকার আশপাশে ঘোরাফেরা করছে। তবে পতনটা সবথেকে ভাল বোঝা যায় এই বছরের গোড়া থেকে। এক সময়ে ২ হাজারের উপরে থাকা এই শেয়ারের দাম চলতি বছরের মার্চে নেমে গিয়েছিল ১৬০০ টাকার ঘরে। সর্বনিম্ন এবং ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর যথাক্রমে ২০৬৪ ও ১৬৪৩ টাকা।

SBI

শেয়ার বাজারে এসবিআইয়ের শেয়ার নিয়ে চর্চা চলে সর্বদাই। চাহিদাও থাকে ভালই। বর্তমানে দেশের খ্যাতনামা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শেয়ারের দাম ঘোরাফেরা করছে ৫৮০ টাকার কাছাকাছি। সর্বনিম্ন এবং ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর যথাক্রমে ৬২৯ ও ৪৯৯ টাকা।

Wipro

সময়টা ভাল যাচ্ছে না দেশের বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোরও। একসময় ৭০০ টাকার উপরে থাকা শেয়ারের দাম এখন ঘোরাফেরা করছে ৩৮০ টাকার ঘরে। এই সংস্থার শেয়ারের দামেও বড় পারাপতন দেখা যায় চলতি বছরের শুরু থেকে। সর্বনিম্ন এবং ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর যথাক্রমে ৪৪৩ ও ৩৫২ টাকা।

TCS

একই হাল টিসিএসেরও। তবে এই সংস্থার স্টকের দাম বরাবরই চড়া থাকে। তারপরেও সম্প্রতি বড় কোনও লাভের মুখ দেখতে পাচ্ছেন না বিনিয়োগকারীরা। মঙ্গলবার ৭ নভেম্বর স্টকের দাম নেমেছে প্রায় ৯টাকা। একসময়ে ৪ হাজারের গণ্ডি পেরনো এই সংস্থার একটি স্টক এখন সাড়ে তিনের ঘরে ঘোরাফেরা করছে। সর্বনিম্ন এবং ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর যথাক্রমে ৩,৬৭৯ ও ৩,০৭০ টাকা।

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।

Next Article