নয়াদিল্লি: ভারতের প্রথম সারির হোয়াইট অয়েল প্রস্তুতকারক সংস্থা গান্ধার অয়েল রিফাইনারি বাজারে আইপিও ছেড়েছে। এই ধরনের ১.৭৮ কোটি শেয়ার ছাড়া ছেড়েছে। তা থেকে ৫০০ কোটি টাকারও বেশি তোলার লক্ষমাত্রা নেওয়া হয়েছে। যে সব লগ্নিকারীরা হোয়াইট অয়েল ইন্ড্রাস্টিতে বিনিয়োগ করতে চান। তাঁদের জন্য দারুণ সুযোগ আনল গান্ধার অয়েল রিফাইনারি।
১৯৮৯ সালে তৈরি হয়েছিল গান্ধার অয়েল রিফাইনারি। দেশের প্রথম সারির হোয়াইট অয়েল প্রস্তুতকারক সংস্থা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য হোয়াইট অয়েল সরবরাহ করে থাকে। হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, অটোমোটিভ, ইন্ড্রাস্ট্রিয়াল টায়ার, রাবার ইন্ড্রাস্ট্রিতে হোয়াইট অয়েল সরবরাহ করে।
গান্ধার অয়েল রিফাইনারির ছাড়া আইপিও-র দাম রয়েছে ১৬০-১৬৯ টাকার মধ্যে। এই সংস্থার শেয়ার ট্রেডিং শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।
আইপিও-র পুরো নাম ইনিসিয়াল পাবলিক অফার বা প্রাথমিক পাবলিক অফার। আইপিও হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনও বেসরকারি সংস্থা পাবলিক সংস্থায় রূপান্তরিত হয়। শেয়ার লেনদেনের জন্য স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়। এর জেরে ওই সংস্থার শেয়ার কেনা-বেচা শুরু হয়। তবে সকল বিনিয়োগকারী আইপিও-তে বিনিয়োগ করেন না। যাঁরা শেয়ার ট্রেডিংয়ে দক্ষ এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে সক্ষম, তাঁরাই মূলত আইপিও কিনে থাকেন।