কলকাতা: বিয়ের মরশুমে দাম কমল সোনার। ফলে স্বাভাবিকভাবেই ক্রেতাদের মুখে চওড়া হাসি। এই সময় ভারী থেকে টুকিটাকি গয়না কেনার জন্য সোনার দোকানে ভিড় করেন অনেকেই। এই আবহে দাম কমলে তাঁদের পকেটেও মেলে স্বস্তি। সপ্তাহের প্রথম দিন সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১২০ টাকা। এদিন সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ১০০ টাকা।
সোমবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৯০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৫২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৯০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৯,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১১৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৯২৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,১৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১১,৬০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৪০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সপ্তাহের প্রথম দিনেই দাম কমেছে সোনা-রুপোর। অল্প হারে হলেও দাম কমায় খুশি ক্রেতারা। বিয়ের মরশুমে গত শনিবার অনেকটা হারে দাম বেড়েছিল সোনার। সেদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মোট দাম বেড়েছিল ৯০০ টাকা। তারপর এদিন বাজার খোলার পর দাম কমল হলুদ ধাতুর। বাজার বন্ধের আগে ১ কেজি রুপোর দাম কমেছিল মোট ২৪০০ টাকা। এদিন সোনার পাশাপাশি দাম কমল রুপোরও।
সোমবার বিশ্ব বাজারে খানিকটা দাম কমেছে সোনার। তার ফলেই দেশীয় বাজারে নিম্নমুখী হলুদ ধাতুর দর। শনিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৮২.৭০ মার্কিন ডলার। এদিন তা কমে হয়েছে ১,৬৬৮.৬১ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৭৩০.৯৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৪.৫৫ টাকা। শনিবার দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৭ টাকা।