Gold Price Today: লক্ষ্মীপুজোয় ঘরে আনুন সোনা, ঝরে পড়বে দেবীর আশীর্বাদ
Gold-Silver Rate: লক্ষ্মীপুজোর দিনে সদয় দেবীও। সকাল সকাল মিলল সুখবর। আজও সস্তা হল সোনা। পাশাপাশি রুপোর দামও কমেছে আজ।
কলকাতা: দুর্গাপুজো শেষ। আজ লক্ষ্মীপুজো। ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো হবে ধুমধাম করে। আর লক্ষ্মীপুজোর দিনে সদয় দেবীও। সকাল সকাল মিলল সুখবর। আজও সস্তা হল সোনা। পাশাপাশি রুপোর দামও কমেছে আজ। আপনার যদি লক্ষ্মীপুজোয় গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে কোন সোনার কত দাম পড়বে, জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৯৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৯ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৭৩৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৩৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৭৩ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার পাশাপাশি আজ রুপোও সস্তা হয়েছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৯ হাজার ৬৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।