কলকাতা : বৃহস্পতিবারে ঘরে নিয়ে আসতেই পারেন সোনার গয়না। কারণ এদিন খুব সস্তা হল সোনার গয়না। গতকালের পর ফের এদিন দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ২২০ টাকা। তবে লক্ষ্মীবারে দাম বেড়েছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৬০০ টাকা। প্রসঙ্গত, যখন বাজারে সোনার দাম বেড়েছে সেই পরিস্থিতিতে দাম বাড়ছে রুপোর। গতকাল দাম কমেছিল রুপোর। তবে আজই আবার ৬০০ টাকা দাম বেড়ে গিয়েছে ১ কেজি রুপোর।
বৃহস্পতিবার দুপুর ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৯৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬২,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৩২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৪০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৪,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পুজোর মরশুমে পরপর দু’দিন দাম কমেছে সোনার। এই আবহে খুশির হাওয়া ক্রেতাদের মধ্যে। এই নিয়ে পরপর তিনদিন দাম কমেছে সোনার। গত এক মাসে সর্বনিম্ন রয়েছে সোনার দাম।
মঙ্গলবার বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭২২.২৬ মার্কিন ডলার। বুধবার তা অনেকটা কমে হয়েছে ১,৬৯৮.৬৬ মার্কিন ডলার। বৃহস্পতিবার আরও একটু সামান্য দাম কমল সোনার। এদিন আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৯৪.৬৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৭১.৯০ টাকা। তবে এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৭.৬০ টাকা। দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭৩.৩০ টাকা।