Gold Price Today: মঙ্গলে সস্তা হল সোনা, তবে বাড়ল রুপোর দাম, কলকাতায় দর কত জানুন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 25, 2022 | 11:20 AM

Gold Price Today: আজ দাম কমেছে সোনার। তবে এদিন দাম বেড়েছে রুপোর।

Gold Price Today: মঙ্গলে সস্তা হল সোনা, তবে বাড়ল রুপোর দাম, কলকাতায় দর কত জানুন
ফাইল ছবি

Follow Us

কলকাতা: কালীপুজোর পরদিনই দাম কমল সোনার। সপ্তাহের প্রথম দিনে অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে মঙ্গলবার সোনার দামে পতন দেখা গেল। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৬০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৮০ টাকা। এদিন সোনার দাম কমলেও দাম বেড়েছে রুপোর। মঙ্গলবার ১ কেজি রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৮৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৮৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৮,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১১১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮৮৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,১১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১১,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

ধনতেরাসের আগে এক লাফে অনেকটা বেড়েছিল সোনার দাম। তবে কালীপুজোর পরদিনই দাম পড়ল সোনার। সোনা-রুপোর দামে কোনও হেরফের হয়নি। গত তিনদিনে এদিন সর্বনিম্ন রয়েছে সোনার দাম। তবে এদিন দাম বেড়েছে রুপোর।

সোমবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৫৬.৪৮ মার্কিন ডলার। মঙ্গলবার তা কমেছে খানিকটা। এদিন আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৪৯.৩৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৭৩.৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৯.৯৫ টাকা। আর এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৭.৫০ টাকা।

Next Article