AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: সবে শুরু, ২০২৫-র শেষেই সোনার দাম যা হবে…কল্পনাও করতে পারবেন না!

Gold Price Hike: বিভিন্ন দেশের মধ্যে সংঘাত, ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ-একাধিক কারণে সোনার দাম চড়চড়িয়ে বেড়েই চলেছে। বিগত দেড় বছরে সোনার দাম অনেকটাই বেড়েছে।

Gold Price Hike: সবে শুরু, ২০২৫-র শেষেই সোনার দাম যা হবে...কল্পনাও করতে পারবেন না!
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jul 06, 2025 | 11:51 AM
Share

নয়া দিল্লি: ছুলেই ছ্যাঁকা লাগছে, সোনার দাম এত চড়া। বর্তমানে ৯৮ হাজারের গণ্ডিতে ২৪ ক্যারেট সোনার দাম। ২২ ক্যারেটের সোনার দামও ৯০ হাজারের গণ্ডি পার করেছে। সহজ কথায় বলতে গেলে, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে সোনার দাম। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই তো সবে শুরু। বছরের শেষভাগের মধ্যে সোনার দাম আরও অনেক বাড়বে।

বিভিন্ন দেশের মধ্যে সংঘাত, ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ-একাধিক কারণে সোনার দাম চড়চড়িয়ে বেড়েই চলেছে। বিগত দেড় বছরে সোনার দাম অনেকটাই বেড়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক গ্লোবাল মার্কেটের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয়ার্ধেও সোনার দাম ঊর্ধ্বমুখীই থাকবে। শীঘ্রই তা ১ লক্ষের গণ্ডি পার করে যাবে।

রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে যেখানে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৯৬ হাজার ৫০০ টাকা থেকে ৯৮ হাজার টাকায় ঘোরাফেরা করছে, সেখানেই দ্বিতীয়ার্ধে তা ১ লক্ষ টাকার গণ্ডি পার করবে।

বিগত কয়েকদিনে সোনার দাম কিছুটা হলেও স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেটের সোনার দাম যেখানে ৯০ থেকে ৯২ হাজার টাকা রয়েছে, সেখানেই ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৯৬ থেকে ৯৮ হাজার টাকার রেঞ্জে রয়েছে। কিছুদিন আগেই লাখের গণ্ডি ছুঁয়েছিল পাকা সোনা।

ক্রমাগত সোনার দাম বৃদ্ধির কারণে সোনার আমদানি অনেকটাই কমেছে। মে মাসে যেখানে ২.৫ বিলিয়ন ডলারের সোনা আমদানি করা হয়েছিল, সেখানেই এপ্রিল মাসে আমদানি হয়েছিল ৩.১ বিলিয়ন ডলারের সোনা।