Gold Price Today : মঙ্গলে বাড়ল সোনার দাম, রুপোর দামেও ফারাক, জানুন সোনা-রুপোর দর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 19, 2022 | 11:36 AM

Gold Price Today : মঙ্গলবার বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১১০ টাকা।

Gold Price Today : মঙ্গলে বাড়ল সোনার দাম, রুপোর দামেও ফারাক, জানুন সোনা-রুপোর দর
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

কলকাতা : সপ্তাহের প্রথমদিনে অপরিবর্তিত ছিল সোনার দাম। প্রিয় ধাতুর দামে কোনও ওঠা-পড়া দেখা যায়নি সোমবার। তবে মঙ্গলবার বাজার খুলতেই দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১২০ টাকা। এদিকে গতকাল রুপোর দাম বাড়লেও মঙ্গলবার সোনার বিপরীতে হেঁটে দাম কমল রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম হয়েছে ৪০০ টাকা।

মঙ্গলবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৩০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,০৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৩০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৩,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৫১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৪০৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৫১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৫,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,৬০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত তিনদিন বেশ খানিকটা দাম কমেছিল সোনার। তারপর গতকালও সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। তবে আজ সকাল সকাল বাড়ল সোনার দাম। গত চারদিনে সর্বোচ্চ রয়েছে সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৬ হাজার ৩০০ টাকা। এদিন ১ কেজি রুপোর দাম ৪০০ টাকা কমে হয়েছে ৫৫ হাজার ৬০০ টাকা।

বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। গতকাল আন্তর্জাতিক বাজারে ১ আউন্স সোনার দাম ছিল ১,৭১০.১৩ মার্কিন ডলার। মঙ্গলবার তা আরেকটু কমল। এদিন তা কমে হয়েছে ১,৭০৭.৩৩ মার্কিন ডলার।

Next Article