মঙ্গলবার বাজার খুলতেই এক লাফে অনেকটা হারে দাম বেড়েছিল সোনার (Gold Price Today)। বুধবারও সেই ট্রেন্ড বজায় থাকল। তবে এ দিন রুপোর দামে মিলল কিছুটা স্বস্তি। রুপোর দামে (Silver Price Today) এ দিন কোনও পরিবর্তন দেখা যায়নি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বুধবার গত ৬ মাসে সর্বোচ্চ হল সোনার দর। এই এত হারে দামবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।
মঙ্গলবার বাজার খুলতেই দাম কমল সোনার। আজ সকাল ১১ টা অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৬০ টাকা। তবে সোনার দাম বাড়লেও এ দিন রুপোর দাম বাড়েনি।