বিরাট ধাক্কা, ৩০ হাজার টাকা বেড়ে গেল সোনার দাম! ধনতেরাসে আর সোনার দোকানে যাবেন কি?
Gold Price on 17 October, 2025: এখন ১ গ্রাম সোনার দামই ১১-১২ হাজার টাকা। এর উপরে জিএসটি, মেকিং চার্জ রয়েছে। তাও সংসারের সমৃদ্ধি চেয়ে যারা সোনা কিনবেন ভেবেছিলেন, তাদের জন্য আরও দুঃখের খবর। ধনতেরাসের আগের দিন একলাফে সোনার দাম বাড়ল ৩০ হাজার টাকারও বেশি।

কলকাতা: রাত পোহালেই ধনতেরাস। অনেকেই প্ল্যান করেছেন, প্রতি বছরের মতো এই বছরও অল্প কিছু সোনা কিনবেন। তবে সোনার যা দাম, তাতে সব বাজেট ওলট-পালট হয়ে গিয়েছে। এখন ১ গ্রাম সোনার দামই ১১-১২ হাজার টাকা। এর উপরে জিএসটি, মেকিং চার্জ রয়েছে। তাও সংসারের সমৃদ্ধি চেয়ে যারা সোনা কিনবেন ভেবেছিলেন, তাদের জন্য আরও দুঃখের খবর। ধনতেরাসের আগের দিন একলাফে সোনার দাম বাড়ল ৩০ হাজার টাকারও বেশি। আজ সোনা বা রুপো কিনতে আপনার কত খরচ হবে, দেখে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ১৭ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ২৭৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৭৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা। একদিনেই ৩৩ হাজার ৩০০ টাকা বেড়েছে ১০০ গ্রাম সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৩৩০০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ১৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২১ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১২ লক্ষ ১৭ হাজার টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৩০৫০ টাকা। ১০০ গ্রাম সোনার ৩০ হাজার ৫০০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৯৫৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৯ হাজার ৫৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৯৫ হাজার ৮০০ টাকা। একদিনোই ২৫ হাজার টাকা দাম বেড়েছে সোনার। ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২৫০০ টাকা।
রুপোর দাম-
সোনার দাম বাড়লেও, আজ কিছুটা হলেও সস্তা হয়েছে রুপো। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৮ হাজার ৮৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
