AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: ধনতেরাসের আগে সোনার দামে বড় আপডেট, হলুদ ধাতু কি আরও দামি হয়ে গেল?

Gold Silver Price in Kolkata on 16 October, 2025: ধনতেরাস মানেই তো সোনাদানার কেনাকাটি। অনেকেই মনে করেন যে ধনতেরাসে সোনা বা রুপোর কিছু কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। আপনারও যদি ধনতেরাসে সোনা বা রুপোর কিছু কেনার পরিকল্পনা থাকে, তাহলে এবার কিন্তু খরচ বেশ অনেকটাই হবে।

Gold Price Today: ধনতেরাসের আগে সোনার দামে বড় আপডেট, হলুদ ধাতু কি আরও দামি হয়ে গেল?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 16, 2025 | 9:39 AM
Share

কলকাতা: কালীপুজোর আগেই ধনতেরাস। আর ধনতেরাস মানেই তো সোনাদানার কেনাকাটি। অনেকেই মনে করেন যে ধনতেরাসে সোনা বা রুপোর কিছু কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। আপনারও যদি ধনতেরাসে সোনা বা রুপোর কিছু কেনার পরিকল্পনা থাকে, তাহলে এবার কিন্তু খরচ বেশ অনেকটাই হবে, কারণ আজ ফের বাড়ল সোনা-রুপোর দাম। আজ কত দাম রয়েছে?

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ, ১৬ অক্টোবর ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৯৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১২ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৮৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১১ লক্ষ ৮৬ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ছিল ৯ হাজার ৭০৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৭ হাজার ৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ৭০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দাম আজ যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও বেড়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৯ হাজার ১০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে রুপোরও।