Gold Price Today : উইকেন্ডে বাড়ল রুপোর দাম, সোনার দামে বড় চমক

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 28, 2022 | 3:17 PM

Gold Price Today : এদিন সোনার দাম অপরিবর্তিত থাকল। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রইল ৪৭,৭৫০ টাকা। তবে এদনি বাড়ল রুপোর দাম।

Gold Price Today : উইকেন্ডে বাড়ল রুপোর দাম, সোনার দামে বড় চমক
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

কলকাতা : বৃহস্পতিবার দাম কমেছিল সোনার। তারপর গতকাল ফের দাম বাড়ে হলুদ ধাতুর। তবে শনিবার কিছুটা স্বস্তি মিলল সোনার বাজারে। এদিন অপরিবর্তিত থাকল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রইল ৪৭,৭৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম রয়েছে ৫২,০৯০ টাকা। সোনার দাম না বাড়লেও বাড়ল রুপোর দাম। এদিন এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ৫০ টাকা।

এমসিএক্স সূচকে এদিন বেলা ৩ টে অনুযায়ী সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৭৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৭৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৭,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২০৯ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৬৭২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,০৯০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২০,৯০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬২,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সপ্তাহ শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। এক মাস ধরে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবারে দাম কমেছিল সোনার। কিন্তু দিন ফুরোতে না ফুরোতেই শুক্রবারে ফের দাম বাড়ল সোনা-রুপোর। শনিবার সোনার সেই দামই বহাল থাকল। সোনার দামে পরিবর্তন না হলেও এদিন বাড়ল রুপোর দাম। এক কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ৬২,২০০ টাকা।

বিশ্ব বাজারেও দাম কমল সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৫৩.৭৩ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,১৪৯.০৫ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ২০.৪৫ টাকা। তবে দাম পড়ল কল্যাণ জুয়েলারের শেয়ারের। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৫৮.৪৫ টাকা।

Next Article