কলকাতা: বিয়ের মরশুমে চুটিয়ে কেনাকাটা চলছে। আর বিয়ের কেনাকাটি মানেই তো সোনার গহনাও কিনতে হবে। এমনিতে যা চড়া সোনার দাম, তাতে কেনাকাটির সময় সোনার দর সামান্য কমলেও অনেকটাই স্বস্তি পান মধ্যবিত্তরা। আজ সোনা কেনার সুবর্ণ সুযোগ, কারণ বেশ কিছুটা দাম কমল হলুদ ধাতুর। কমেছে রুপোর দামও। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৭৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৭৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৭২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৭২ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭৯২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৯২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৯ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দামও আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৯৪০ টাকা। ১ কেজি রুপোর দাম ৮৯ হাজার ৪০০ টাকা। রুপোর দামও একদিনে ১০০ টাকা কমেছে।